Latest News

দলবল নিয়ে গোয়ার শিবিরে পৌঁছে গেলেন ইস্টবেঙ্গলের স্প্যানিশ কোচ

দ্য ওয়াল ব্যুরো: আইএসএলের লক্ষ্যে ইস্টবেঙ্গলের (East Bengal) নয়া কোচ স্প্যানিশ মানালো দিয়াজ (Manalo Diaz) গোয়া শিবিরে পৌঁছে গেলেন। কোচের সঙ্গে এলেন সহকারী কোচ অ্যাঞ্জেল গার্সিয়াও। কলকাতা থেকে তাঁদের সঙ্গে যোগ দিয়েছেন সহকারী দ্বিতীয় কোচ তথা দলের ম্যানেজার মৃদুল বন্দ্যোপাধ্যায়।

এক সপ্তাহ তাঁদের কোয়ারেন্টিনে থাকতে হবে। ইতিমধ্যেই গোয়ার হোটেলে যোগ দিয়েছেন ফ্রাঞ্জো পর্চে। একে একে বাকি বিদেশিরাও এসে যাবেন। আগামিকালই গোয়ার উদ্দেশ্যে রওনা দেবেন হীরা মণ্ডল, শঙ্কর রায়রা। কোয়ারান্টিন পর্ব শেষের পর অনুশীলন শুরু করবে এসসি ইস্টবেঙ্গল।

গোয়ায় ৬টি প্রস্তুতি ম্যাচও খেলবে লাল-হলুদ। জামশেদপুর এফসি, হায়দরাবাদ এফসি, মুম্বই সিটি এফসি, এফসি গোয়ার সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলার কথা এসসি ইস্টবেঙ্গলের। ২১ নভেম্বর জামশেদপুর এফসির বিরুদ্ধে ম্যাচ দিয়ে আইএসএল অভিযান শুরু করবে লাল-হলুদ।

গোলকিপার কোচ হিসেবে নিয়োগ করা হয় ইংলিশ ক্লাব চেলসির প্রাক্তন প্রশিক্ষক লেসলি ক্লিভলিকে। হেড অফ স্পোর্টস সায়েন্সের পদে জোসেফ রোনাল্ড ডি’অ্যাঞ্জেলাসকে সই করায় লাল-হলুদ। এছাড়া ভারতীয় সহকারী হিসেবে রেনেডি সিং তো ছিলেনই। পাশাপাশি টিম ম্যানেজার হিসেবে যুক্ত করা হয়েছে মৃদুলকে।

You might also like