শেষ আপডেট: 28th July 2024 10:40
দ্য ওয়াল ব্যুরো: প্যারিস অলিম্পিক্সের শুরুটা ব্যর্থতা দিয়ে হয়েছিল। ১০ মিটার এয়ার পিস্তলের মিক্সড ইভেন্টে প্রাথমিক রাউন্ডের বাধা টপকাতে পারেনি। এবার ১০ মিটার এয়ার পিস্তলের ব্যক্তিগত ইভেন্টের ফাইনালে গেলেন মানু ভাকের। মোট ৫৮০ স্কোর করেছেন ভাকের। তিনি মোট ২৭ বার বুলস আই মারেন।
রবিবার প্যারিস অলিম্পিকের দ্বিতীয় দিন। ফাইনালে নজর থাকবে মানু ভাকের ও দীপিকা কুমারী। তাঁদের পদক জয়ের সম্ভাবনা দেখছেন বিশেষজ্ঞরা।
প্যারিস অলিম্পিক ২০২৪ এর দ্বিতীয় দিনের কর্মসূচির বিস্তারিত তুলে ধরা হল। ভারতীয় ক্রীড়াবিদের ইভেন্ট (ভারতীয় সময় অনুসারে) আজ দুটো পদকের ইভেন্ট রয়েছে।
তীরন্দাজ
* সন্ধ্যা ৫.৪৫ - মহিলা টিম কোয়ার্টার ফাইনাল থেকে ফাইনাল। অঙ্কিতা ভক্ত, দীপিকা কুমারী ও ভজন কৌর।
সুইমিং
* দুপুর ৩.১৬ - পুরুষ ১০০ মিটার ব্যাকস্ট্রোক হিট ২। শ্রীহরি নটরাজ।
* দুপুর ৩.৩০ - মহিলা ২০০ মিটার ফ্রিস্টাইল হিট ১। দিহিনিধি দেশিংঘু
শুটিং
* দুপুর ১২.৪৫ - মহিলা ১০ মিটার এয়ার রাইফেল কোয়ালিফিকেশন। এলাভেলিন ও রমিতা।
* দুপুর ২.৪৫ - পুরুষ ১০ মিটার এয়ার রাইফেল কোয়ালিফিকেশন। সন্দীপ সিং ও অর্জুন বাবুটা।
* দুপুর ৩.৩০ - মহিলা ১০ মিটার এয়ার পিস্তল ফাইনাল। মানু ভাকের
রোয়িং
* দুপুর ১.১৮ - পুরুষ সিঙ্গেলস স্কালস। বলরাজ পানওয়ার
বক্সিং
* দুপুর ৩.৫০ - মহিলা ৫০ কেজি বিভাগ। নিখাত জারিন বনাম কারিনা (জার্মানি)।
টেবিলে টেনিস
* দুপুর ২.১৫ - মহিলা সিঙ্গেলস রাউন্ড অফ ৬৪। শ্রীজা বনাম ক্রিস্টিনা (সুইডেন)।
* দুপুর ৩ - পুরুষ সিঙ্গেলস রাউন্ড অফ ৬৪। শরথ কমল বনাম ডেনি (স্লোভেনিয়া।
* বিকাল ৪.৩০ - মহিলা সিঙ্গেলস রাউন্ড অফ ৬৪। মনিকা বাত্রা বনাম আন্না হুর্সে (ব্রিটেন)
ব্যাডমিন্টন
* দুপুর ১২.৫০ - মহিলা সিঙ্গেলস গ্রূপ এম। পি ভি সিন্ধু বনাম ফাতিমা নাবাহ আব্দুল রেজ্জাক (মালদ্বী)।
* রাত ৮ - পুরুষ সিঙ্গেলস গ্রূপ কে। এইচ এস প্রন্নয় বনাম ফাবিয়ান রোথ (জার্মানি)।
টেনিস
* দুপুর ৩.৩০ - পুরুষ ডাবলস প্রথম রাউন্ড। বোপান্না - বালাজি বনাম রেবুল - রোগে ভ্যাসলিন।
* দুপুর ৩.৩০ - পুরুষ সিঙ্গেলস প্রথম রাউন্ড। সুমিত নাগাল বনাম মৌতেত (ফ্রান্স)