শেষ আপডেট: 29th July 2024 15:39
দ্য ওয়াল ব্যুরো: টোকিও অলিম্পিক্স থেকে কেঁদে ফিরেছিলেন। চারবছর আগে তাঁর পিস্তল বিকল হয়ে যাওয়ায় শেষ মুহূর্তে আর লড়তে পারেননি। অধিকাংশ শুটাররা দুটি করে পিস্তল রাখেন লড়াইয়ের জন্য। কিন্তু মনু ভাকের এত জেদী ছিলেন যে, তিনি বিকল্প কোনও পিস্তল রাখেননি। সেই কারণে একটা বিকল হয়ে যেতে অন্যটা নিয়ে লড়তে পারেননি।
চারবছর আগের ব্যর্থতায় মনু শুটিং ছেড়ে দিতে চেয়েছিলেন। তারপর কোচ যশপাল রাণার সঙ্গে বিচ্ছেদও হয়ে যায়। কিন্তু নিজের ভুল বুঝতে পেরে সেই মনু হয়ে ওঠেন একেবারে শান্ত, স্থিতধী। তিনি একরোখা মনোভাব থেকে সরে আসেন। ফের কোচ যশপাল রাণার সঙ্গে তাঁর পুনর্মিলন হয়। সেই রাণার কোচিংয়েই উত্থান প্যারিসে।
শুধু তাই নয়, ভারতের এই নামী শুটার নিজের হতাশা কাটাতে বেহালা বাজানোও শিখেছিলেন। তিনি জানিয়েছেন সেই কথাও। বেহালা বাদ্য আমার জীবনের সাফল্যের আরও একটা রহস্য। বলেছেন মনু।
মনু রবিবার জিতে উঠে জানিয়েছেন তাঁর সাফল্যের রহস্যের কথা। ২২ বছরের ঝকঝকে তরুণী শুটার জানান, আমি নিজেকে অনেকটা বদলে ফেলেছি। আমার জীবনে অর্জুনকে দেওয়া শ্রীকৃষ্ণের মন্ত্র দারুণভাবে কাজ করেছে। মনু বলেছেন, ‘‘আমি মনে করি কাজ করে যেতে হবে, ফল আপনার হাতে নেই। কর্ম করে গেলে ফল আসবেই।’’ পাশাপাশি তিনি যে গীতার স্লোককে বেদবাক্য মনে করেন, সেটিও বলেছেন। ‘‘গীতা আমার জীবনের সঙ্গে জড়িয়ে গিয়েছি, সবসময় সঙ্গে রাখি ভগবতগীতা।’’
মনু বলেছেন, আমার এই সাফল্যের জন্য পরিবার, কোচ কিংবা অনেকের অবদান রয়েছে। তবে এবার প্যারিসে ভারত একাধিক পদক পাবে। তাঁর কঠিন সময়ে যাঁরা পাশে ছিলেন, তাঁদেরও নিজের ব্রোঞ্জ পদক উৎসর্গ করেছেন তিনি।