শেষ আপডেট: 3rd August 2024 16:44
দ্য ওয়াল ব্যুরো: সবাই তাকিয়ে ছিল মনু ভাকেরের দিকে। শনিবার দুপুরে ভারতবাসী প্রত্যাশা করেছিলেন মনুর হাত ধরে অলিম্পিক্সের ভিকট্রি স্ট্যান্ডে ভারতের জাতীয় পতাকা উড়বে। সেইমতো শুরু থেকেই এগচ্ছিলেনও হরিয়ানা ঝাঝড়ের মেয়ে। কিন্তু মনু পারলেন না ২৫ মিটার পিস্তল ইভেন্টে পদক জিততে। তিনি শেষ করলেন চতুর্থ স্থানে।
খেলা শেষে মনুর গলা ধরে আসছিল। তিনি চলতি গেমসে দুটি ব্রোঞ্জ জিতেছিলেন দেশের হয়ে। ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে ব্যক্তিগত ও মিক্সড ইভেন্টে তিনে শেষ করেছিলেন। তিনি তিন নম্বর পদক জিতলে সকলের ধরার বাইরে চলে যেতেন।
মনু জানিয়েছেন, ‘‘আমি পারলাম না, অতিরিক্ত টেনশনেই শেষ সিরিজে লক্ষ্যভেদ করতে পারিনি। না হলে দ্বিতীয় সিরিজ থেকে আমি দুইয়ে ছিলাম। শেষে এসে মনে হচ্ছিল আমি পদকের কাছে চলে এসেছি। ওই মনে করাটাই ভুল হয়েছে। লক্ষ্যে পৌঁছানো না পর্যন্ত স্বস্তি পেতে নেই, আমার ক্ষেত্রে তাই হয়েছে। সেই কারণেই টেনশনে পড়ে গিয়েছিলাম, ওটাই মাইনাস পয়েন্ট হয়ে গিয়েছে।’’
ইতিহাস থেকে একধাপ দূরে থামলেন ২২ বছরের শুটার। মনু কথা বলবেন কী, চোখের কোন চিকচিক করছিল। তিনি বুঝতে পারছিলেন কী হারালেন। তারপরেও জানালেন, ‘‘আমি দুটি পদক জিতেছি, এটাও কম কথা নয়। সবাই আমার পাশে ছিল। পরিবার, কোচরা, সাপোর্ট স্টাফ, এমনকী কেন্দ্র সরকারও আমার জন্য অনেক করেছে। তাঁদের সকলকে ধন্যবাদ দিতে চাই। তবে এই হার থেকে আমি শিক্ষা নিয়েছি, সেটি পরে কাজে লাগবে।