শেষ আপডেট: 2nd August 2024 17:47
দ্য ওয়াল ব্যুরো: ভারতকে ফের পদকের আলোয় ভাসাতে পারেন মনু ভাকের। তিনি মহিলাদের ২৫ মিটার পিস্তল ইভেন্টের ফাইনালে উঠলেন। তিনি ৫৯০ স্কোর করে দ্বিতীয় স্থানে শেষ করেছেন। তিনি অলিম্পিক্সে পদক জয়ের হ্যাটট্রিকের সামনে দাঁড়িয়ে রয়েছেন। শনিবার সেই ফাইনাল দুপুর বেলায়। জিতলে তিনি ভারতের সব ক্রীড়াবিদদের অতীতের পারফরম্যান্সকে ছাপিয়ে যাবেন।
এর আগে দুটি শুটিং ইভেন্টে ব্রোঞ্জ জিতেছেন মনু। তিনি আগেই বলে দিয়েছেন, তৃতীয়বার ফাইনালে উঠে ব্যর্থ হলে কেউ কিছু মনে করবেন না। কারণ সবসময় পরিস্থিতি সমান থাকে না। মনুর ওপর যে প্রত্যাশার পাহাড় রয়েছে, সেটি বোঝা গিয়েছে।
মনু ২৫ মিটার পিস্তল ইভেন্টের যোগ্যতাপর্বের রাউন্ডের তৃতীয় সিরিজে ১০০ স্কোর করে পারফেক্ট সেঞ্চুরি করেছেন। অন্যদিকে, একই ইভেন্টের ভারতের আরও এক শুটার এষা সিং ১৮তম স্থানে শেষ করেছেন। প্রথম ৮জন শুটার ফাইনালে যেতে পারেন।
স্বপ্নের ফর্ম চলছে মনুর। তিনি যা ধরছেন, তাই সোনা হয়ে যাচ্ছে। তিনি ভারতকে আরও একবার গর্বিত করার সামনে দাঁড়িয়ে রয়েছেন। প্রথম যিনি হয়েছেন, সেই মেজর ভেরোনিকার পয়েন্ট ৫৯২। মনু পুরো সিরিজে দুইবার ১০০ স্কোর করেছেন। তিনি মোট সাতবার বুলস আইতে মারেন রাপিড ফায়ার রাউন্ডে।
এষা ভাল শুরু করেছিলেন, কিন্তু যত ইভেন্ট গড়িয়েছে, ততই তিনি পিছিয়ে এসেছেন। মাথা ঠাণ্ডা রেখে শুটিং করাই যে কোনও শুটারের কাছে চ্যালেঞ্জের। মোট ৫৮১ পয়েন্ট পেয়েছেন এষা। এর আগে ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টের সিঙ্গলস ও মিক্সড ইভেন্টে ব্রোঞ্জ জিতেছিলেন। এবার ২৫ মিটার ইভেন্টে ফাইনালে উঠে তিনি তৃতীয়বারের জন্য পদক জয়ের অপেক্ষায়।