শেষ আপডেট: 30th July 2024 14:08
দ্য ওয়াল ব্যুরো: ইতিহাস গড়লেন মনু ভাকের। তিনি এবার অলিম্পিক্সে দেশের হয়ে প্রথম পদক এনে দিয়েছিলেন। সেদিন জিতেছিলেন ব্রোঞ্জ। মঙ্গলবার আবার ব্রোঞ্জ জিতলেন তিনি। এবার মিক্সড ১০মিটার এয়ার পিস্তলে। দক্ষিণ কোরিয়াকে হারাল ভারত। খেলার ফল ১৬-১০।
মিক্সড ১০মিটার এয়ার পিস্তলে মনু ভাকেরের সঙ্গী ছিলেন সরবজ্যোৎ সিং। ব্রোঞ্জ ম্যাচের প্রথম থেকেই দাপট দেখা গিয়েছিল ভারতের। কখনই মনে হয়নি এই ম্যাচ মনু এবং সরবজ্যোতের হাত থেকে বেরিয়ে যাবে। শেষমেশ ইতিহাস সৃষ্টি করে নিজের এবং দেশের হয়েও দ্বিতীয় পদক আনলেন মনু ভাকের। তিনি ১২৪ বছরের একটা নজির গড়লেন।
এদিন পদক জিতে তিনি প্রমাণ করলেন ইচ্ছে শক্তি থাকলে কী না হয়। যিনি চার বছর আগে টোকিও গেমসে একরাশ হতাশা উপহার দিয়েছিলেন, তিনি এবার হয়ে উঠলেন আলোক বর্তিকা। মনু এর আগে ১২ বছরের খরা কাটিয়েছিলেন, এবার আরও ঝুলি পূর্ণ করলেন। ২০১২ সালে গগন নারাং পিস্তল ইভেন্টে ব্রোঞ্জ জিতেছিলেন, তিনি এবার দলের কোচ হিসেবে গেমসে রয়েছেন। মানুর ফর্ম গগনকেও গর্বিত করল।
এর আগে একই অলিম্পিক্সে দুটি পদক জয়ের নজির ছিল না। সেটি জিতে ইতিহাস গড়লেন মনু, যিনি কোচ যশপাল রাণার রত্ন। এর আগে দুটি ভিন্ন অলিম্পিক্সে পদক জিতে নজির সৃষ্টি করেছিলেন কুস্তির সুশীল কুমার ও ব্যাডমিন্টনের পিভি সিন্ধু।
মনুর পদক জয়ের ঘটনায় উৎফুল্ল দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি এক বার্তায় লিখেছেন, ‘‘মনু একই অলিম্পিক্সে দুটি পদক জিতে ইতিহাস গড়েছে। মনু ও সরবজ্যোতের জন্য সারা দেশ আজ গর্বিত। তাঁরা পরিশ্রমের ফল পেয়েছে। দুই শুটারই প্রতিভাবান, ওঁদের জন্য সাক্ষাতের জন্য অপেক্ষায় রয়েছি।’’