মানোলো মার্কেস
শেষ আপডেট: 26th March 2025 18:48
দ্য ওয়াল ব্যুরো: তাঁর কেরিয়ারের সবচেয়ে চ্যালেঞ্জিং প্রেস কনফারেন্স। এগোনোর বদলে দুই থেকে তিন ধাপ পিছিয়ে পড়েছে ভারতীয় ফুটবল দল। টিম খুবই খারাপ খেলেছে। বাংলাদেশের বিরুদ্ধে এশিয়ান কাপের যোগ্যতা নির্ণায়ক ম্যাচে গোলশূন্য ড্রয়ের পর ফুটবলারদের একহাত নিলেন কোচ মানোলো মার্কেস।
সাংবাদিক সম্মেলনে হারের কারণ সংক্রান্ত প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি সত্যি ক্ষুব্ধ ও হতাশ। সত্যি বলতে এটা কেরিয়ারের সবচেয়ে কঠিন প্রেস কনফারেন্স হতে চলেছে। তার কারণ আমার মাথায় এই মুহূর্তে যা কিছু রয়েছে সে সব আমি মুখে বলতে পারব না।‘
মুখে ‘বলতে পারব না’ বলার পরেও এরপর যা কিছু জানালেন মার্কেস, সেটাও কম ঝাঁজালো ছিল না। স্পেনীয় ম্যানেজার ফুটবলারদের একহাত নিয়ে বলেন, ‘যখন গত বছর সেপ্টেম্বর মাসে হায়দরাবাদে মাত্র একটি ট্রেনিং সেশনের পর মরিশাসের বিরুদ্ধে ইন্টারকন্টিনেন্টাল কাপ খেলতে নেমেছিলাম, তারপর থেকে আজকের আগে পর্যন্ত সবকিছু ইতিবাচক হয়ে এসেছে। আজ আমরা দুই থেকে তিন কদম পিছিয়েছি।‘
কোচের ব্যাখ্যায়, গোটা পারফরম্যান্সই খারাপ ছিল। বিশেষ করে প্রথমার্ধ। সেকেন্ড হাফে তা কিছুটা উজ্জ্বল হয়। কিন্তু সেটা যথেষ্ট ছিল না। দলের বেশ কয়েক জন গুরুত্বপূর্ণ খেলোয়াড় চোটের জন্য খেলতে নামেননি। যদিও একে পরাজয়ের কারণ হিসেবে দাঁড় করাতে নারাজ মার্কেস।
তবে আশার ক্ষীণ আলো বলতে একটিই বিষয় তুলে ধরেছেন তিনি। মার্কেস বলেন, ‘আজ আমাদের দিন ছিল না। ভাল বিষয় একটাই। সেটা হচ্ছে, গ্রুপের চারটি দলই ১ পয়েন্টে দাঁড়িয়ে। আর আমাদের সামনে পাঁচটি ম্যাচ আছে। সেকেন্ড রাউন্ডে আমরা শূন্য থেকে শুরু করব।‘
কোচের মতো মিডফিল্ডার লালেংমাউইয়া রালতের দাবি, ভাগ্য সহায় বলেই তাঁরা বাংলাদেশের বিরুদ্ধে ড্র করেছেন। সেই সুরে সুর মিলিয়ে মার্কেস বলেন, ‘আমিও একমত। ভ্যাগ্য সদয় ছিল বলেই আমরা গোল খাইনি, ম্যাচও ড্র হয়েছে।‘