প্রিমিয়ার লিগ ট্রফি হাতে ম্যান সিটির কিংবদন্তি কোচ পেপ গুয়ার্দিওলা।
শেষ আপডেট: 20th May 2024 17:20
দ্য ওয়াল ব্যুরো: একবার-দু্বার নয়, টানা চারবার ইংলিশ প্রিমিয়ার লিগে সেরা ম্যাঞ্চেস্টার সিটি। লিগের শেষ ম্যাচে ওয়েস্টহ্যামকে ৩-১ গোলে হারিয়ে ম্যান সিটি প্রমাণ করল তারাও সমর্থকদের স্বপ্ন দেখাতে পারে।
এই জয়ের পরে অবশ্য ম্যান সিটি কোচ পেপ গুয়ার্দিওলা জানিয়ছেন, তিনি কোচিং করে ক্লান্ত, তাঁর বিশ্রাম দরকার। তিনি সরে যাওয়ার ইচ্ছেপ্রকাশ করলেও কবে সরবেন, সেটি খোলসা করেননি। প্রসঙ্গত, গুয়ার্দিওলার সঙ্গে ম্যান সিটির ২০২৫ সাল পর্যন্ত চুক্তি। তিনি তার আগেও সরে যেতে পারেন।
দু’দিন আগেই ইংল্যান্ডের সেরা ফুটবলারের পুরস্কার জিতে নিয়েছিলেন ফিল ফোডেন। তিনি কেন সেরার পুরস্কার জিতলেন, সেটি দেখিয়ে দিলেন তিনি। ওয়েস্টহ্যামের বিপক্ষে ফোডেন জোড়া গোল করলেন। বাকি গোলটি করেছেন রদ্রি। ওয়েস্টহ্যামের হয়ে একটি গোল করেন মহম্মদ কুদুস।
এই জয়ের ফলে নির্ধারিত ৩৮ ম্যাচ শেষে ম্যান সিটির পয়েন্ট দাঁড়ালো ৯১। এভার্টনের বিপক্ষে ২-১ গোলে আর্সেনাল জিতলেও তাদের পয়েন্ট ৮৯। ৮২ পয়েন্ট নিয়ে তৃতীয় হয়েছে লিভারপুল।
ম্যাচের শুরুতেই জোড়া গোল করে ম্যানসিটিকে এগিয়ে দেন ফিল ফোডেন। দুই মিনিটে করেন প্রথম গোল। ১৮ মিনিটে করেন দ্বিতীয় গোল। ৪২ মিনিটে মহম্মদ কুদুস একটি গোল পরিশোধ করলেও ৫৯ মিনিটে গোল করে ম্যান সিটির জয় নিশ্চিত করেন রদ্রি। ম্যাচ শেষের বাঁশি বাজনোর সঙ্গে সঙ্গে খেতাব জয়ের উৎসবে মেতে ওঠে সিটির ফুটবলার থেকে শুরু করে দর্শক-সমর্থকরাও।
আগামী শনিবার চলতি মরশুমে দ্বিতীয় ট্রফিও পেতে পারে পেপের ম্যান সিটি। তারা সেদিন এফএ কাপ ফাইনালে খেলবে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের সঙ্গে। সেই ম্যাচ জয়ের পরে পেপ কি সরে যাবেন? সেই নিয়েও চলছে তুমুল জল্পনা।