মমতা বন্দ্যোপাধ্যায়
শেষ আপডেট: 10th March 2025 19:59
দ্য ওয়াল ব্যুরো: শনিবার ঘরের মাঠে গোয়াকে হারিয়ে আইএসএলের শেষ ম্যাচ স্মরণীয় করেছে মোহনবাগান। লিগ-শিল্ড আগেই জিতেছিল হোসে মোলিনা ব্রিগেড। প্রতিযোগিতার প্রথম দল হিসেবে খেতাব ধরে রেখেছে তারা। টানা তিনবার আইএসএলের ট্রফিও জিতেছে সবুজ-মেরুন বাহিনী।
আজ বাংলার ক্লাবের এই রেকর্ড-খচিত মরশুমকে অভিবাদন জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মোহনবাগানের সাফল্যকে কুর্নিশ জানিয়ে শুভেচ্ছাবার্তায় তিনি লেখেন, ‘আরও একবার আই.এস.এল. লিগ শিল্ড জয় করল আমাদের প্রিয় মোহনবাগান ক্লাব। ইন্ডিয়ান সুপার লিগের ইতিহাসে এই প্রথম কোনো দল পরপর দু'বার এই কৃতিত্ব অর্জন করার অনন্য নজির স্থাপন করল।’
এরপর বাংলাকে ভারতসেরা করার জন্য মোহনবাগানের সমস্ত খেলোয়াড়, সাপোর্ট স্টাফ, সদস্য, কর্মকর্তা এবং অসংখ্য সমর্থক-অনুরাগীকে তিনি অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। পাশাপাশি রাজ্যের সার্বিক খেলাধুলোর উন্নয়নে এবং পরিকাঠামো নির্মাণে তাঁর সরকার যে ‘আন্তরিক’ তাও উঠে এসেছে মুখ্যমন্ত্রীর বয়ানে।
প্রসঙ্গত, এবছরই প্রথম ক্লাব হিসেবে পরপর তিনবার আইএসএল ট্রফি জিতেছে মোহনবাগান। গোল না খাওয়ার ক্ষেত্রেও গড়েছে রেকর্ড। টুর্নামেন্টে টানা ৬২৬ মিনিট কোনও গোল খায়নি সবুজ-মেরুন বাহিনী। জিতেছে ১৭টি ম্যাচ। এর আগে কোনও দল এক সিজনে এত ম্যাচে জয় পায়নি। পাশাপাশি সর্বোচ্চ পয়েন্ট এবং সর্বাধিক ক্লিনশিটেও রেকর্ড গড়েছে মোহনবাগান।