শেষ আপডেট: 13th April 2024 21:14
দ্য ওয়াল ব্যুরো: আগেও এমন পরিকল্পনা নেওয়া হয়েছিল। এবারও সেই আবেগ নিয়ে ইডেন যুদ্ধে নামছে সঞ্জীব গোয়েঙ্কার লখনউ সুপার জায়ান্টস। তাদের সামনে ঘরের দল কলকাতা নাইট রাইডার্স।
একদিকে ঘরের দল, অন্যদিকে ঘরের ছেলে। কলকাতা দলে যতই বাংলার প্রতিনিধি থাকুক না কেন, সেই নিয়ে কোনও তাপউত্তাপ নেই ক্রিকেট প্রেমীদের। তাঁরা ভিড় করেই মাঠমুখো হবেন। পাশাপাশি লখনউ দলের মালিক কলকাতার শিল্পপতি সঞ্জীব গোয়েঙ্কা। তিনি গতবারও যা পরিকল্পনা নিয়েছিলেন, এবারও সেই একই ভাবনা।
রবিবার বিকেল সাড়ে তিনটার ম্যাচে নাইটদের বিরুদ্ধে সবুজ মেরুন জার্সি পরে নামবে কেএল রাহুলের দল। এই ম্যাচ ঘিরে অন্য একটা দ্বৈরথও দেখা যাবে। গত মরশুমে লখনউ দলের মেন্টর ছিলেন গৌতম গম্ভীর। তিনি এবার কলকাতা শিবিরে। তাঁর কাছেও সমানভাবে মর্যাদার ম্যাচ। তিনি হাতের তালুর মতো লখনউ দলকে চেনেন। তাই কাঁটা দিয়ে কাঁটা তুলতে চান গম্ভীর।
এই ম্যাচে মোহনবাগানের সবুজ মেরুন জার্সি পরার একটাই কারণ, কলকাতার আবেগকে জড়িয়ে ধরা। সমর্থকদের একটা অংশ যাতে তাদেরও সমর্থন করে, সেটাই চান রাহুল বাহিনী। তাদের একটাই বার্তা, ইডেন তোমাকেও আমরা পাশে চাই।
বাইশগজের চরিত্র কেমন হবে, সেই নিয়ে ইডেনের পিচ কিউরেটার সুজন মুখোপাধ্যায় এবারও বলেছেন, ইডেনের পিচ এবারও রানেরই হবে। যে ব্যাটাররা উইকেটে থাকবেন, তাঁরাই রান তুলবেন। আবার স্পিনারদের জন্যও বাড়তি সুবিধে থাকবে।