কেএল রাহুলের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময় সঞ্জীব গোয়েঙ্কার।
শেষ আপডেট: 9th May 2024 09:45
দ্য ওয়াল ব্যুরো: হায়দরাবাদের কাছে শোচনীয়ভাবে হারল লখনউ সুপার জায়ান্টস। ধবারের হার প্লে অফের দৌড় থেকে লখনউকে অনেকটাই পিছিয়ে দিল। দল যে শুধু হেরেছে, তা নয়। সানরাইজার্স হায়দরাবাদের সামনে বিন্দুমাত্র প্রতিরোধ গড়ে তুলতে পারেনি লখনউ সুপার জায়ান্টস। আর সেই চরম লজ্জার হারটা মাঠে বসে চোখের সামনে দেখতে হয়েছে সঞ্জীব গোয়েঙ্কাকে। সম্ভবত লজ্জার থেকেও বেশি বিরক্ত হয়েছেন। যা ম্যাচের পরে তাঁর অভিব্যক্তিতে ধরা পড়েছে। ক্যাপ্টেন রাহুলের সঙ্গে উত্তেজিতভাবে কথাবার্তা বলতে দেখা গেছে গোয়েঙ্কাকে। তাঁর হাত-পা নাড়া দেখেই অনেকের অনুমান, মাঠেই রাহুলকে হারের জন্য তুলোধনা করছিলেন গোয়েঙ্কা।
বুধবার হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সানরাইজার্স হায়দরাবাদ বনাম লখনউ সুপার জায়ান্টস ম্যাচের পর এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। প্রচুর মানুষ শেয়ার করছেন। সঙ্গে সঞ্জীব গোয়েঙ্কাকে নিয়ে ছিছিক্কার পড়ে গিয়েছে। লেখালিখি হচ্ছে, দলের মালিক কি এইভাবে কথা বলতে পারেন আন্তর্জাতিক ক্রিকেট খেলা কোনও তারকার সঙ্গে? রাহুলের মুখচোখ দেখে মনে হচ্ছিল যে গোয়েঙ্কার ‘বকুনি’ খেয়ে প্রায় কেঁদেই ফেলবেন তিনি।
LSG’s owner Sanjeev Goenka is agitated with KL Rahul for the loss against SRH.
— Kishore (@VATKishore) May 8, 2024
He has right to be upset but can’t humiliate a senior Indian ???????? player like this publicly .
Cricket is NOT marwadi dhanda! #LSGvSRH #SRHvsLSG @IPL @BCCI @JayShah #IPL2024 pic.twitter.com/2w8OEkgUF3
ঘটনাটি হায়দরাবাদ বনাম লখনউ ম্যাচ শেষ হওয়ার ঠিক পরেই। প্রথমে ব্যাট করে ১৬৫/৪ তুলেছিল লখনউ। দ্রুত চার উইকেট পড়ে যাওয়ার পর অবিচ্ছেদ্য পঞ্চম উইকেটে ৫২ বলে ৯৯ রান যোগ করে লখনউকে লড়াইয়ে ফেরান আয়ুষ বাদোনি ও নিকোলাস পুরান। তবু সেই রান যথেষ্ট ছিল না হায়দরাবাদের ব্যাটিং ঝড় আটকাতে। ট্র্যাভিস হেড ও অভিষেক শর্মার বিস্ফোরক ইনিংসে ৬২ বল বাকি থাকতে কোনও উইকেট না হারিয়ে ম্যাচ জেতে হায়দরাবাদ। তারপরই মেজাজ হারাতে দেখা যায় গোয়েঙ্কাকে।