শেষ আপডেট: 31st July 2024 17:12
দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় মহিলা বক্সিংয়ের নতুন রানি লভলিনা বরগোঁহাই প্যারিস অলিম্পিক্সের প্রথম ম্যাচ জিতেই কোয়ার্টার ফাইনালে চলে গেলেন। তিনি ৭৫কেজি বিভাগে নরওয়ের যুব বিশ্ব চ্যাম্পিয়ন বক্সার সুনিভা হভস্টাডকে হেলায় হারিয়ে দিয়েছেন। ৫-০ গেমে উড়িয়ে দিয়েছেন নরওয়ের বক্সারকে।
লভলিনা গত টোকিও অলিম্পিক্সের ব্রোঞ্জ পদকজয়ী, সেই কারণেই তিনি বিশেষ সুবিধা পাচ্ছেন। একটি ম্যাচ জিতেই শেষ আটে পৌঁছে গেলেন অসমের ২৬ বছরের মেয়েটি।
মেরি কম অবসর নেওয়ার পর থেকে লভলিনা মহিলা বক্সিংকে নেতৃত্ব দিচ্ছেন। এমনিতেই তাঁর ওপর প্রত্যাশা রয়েছে। সেই জন্যই লড়াইয়ের শুরু থেকে নরওয়ের বক্সারকে পাঞ্চ মেরে কাত করে দিয়েছেন। আর একটি ম্যাচ জিতলেই লভলিনা পদক নিশ্চিত করবেন।
এদিকে, তিরন্দাজির ব্যক্তিগত বিভাগে বাংলার বধূ দীপিকা কুমারী প্রি কোয়ার্টার ফাইনালে পৌঁছে গিয়েছেন। দীপিকা নেদারল্যান্ডসের কুইন্টি রোফেনকে ৬-৫ স্কোরে হারিয়ে দিয়েছেন। দীপিকা প্রথমে দলগত ইভেন্টে ভাল না করতে পারলেও ব্যক্তিগত বিভাগে তিনি সাড়া জাগিয়েছেন। আগামী ৩ অগস্ট দীপিকা জিততে পারলে শেষ আট নিশ্চিত করবেন।
দীপিকা দারুণভাবে সমালোচিত হচ্ছিলেন। তাঁর অবসর নিয়েও কথা হয়েছে। বলা হচ্ছিল, দীপিকা অবসর নিয়ে নিতে পারতেন। কিন্তু তিনি যদি ব্রোঞ্জও জেতেন, তা হলে সেটি সমালোচকদের দারুণ জবাব দিতে পারবেন।