শেষ আপডেট: 27th January 2025 21:20
দ্য ওয়াল ব্যুরো : অবশেষে ভাঙল মেরিনার্সদের আবেগের বাঁধ। সোমবার (২৭ জানুয়ারি) বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধে খেলতে নেমেছে মোহনবাগান। এই ম্যাচে বাগান ব্রিগেড আপাতত ১-০ গোলে এগিয়ে রয়েছে। গোলটি করলেন লিস্টন কোলাসো। শেষপর্যন্ত বাগান ব্রিগেড এই লিড বজায় রাখতে পারে কি না, সেটাই দেখার।
ম্যাচের ৭৪ মিনিটে আসে মোহনবাগান সুপার জায়ান্টের সেই কাঙ্খিত গোল। স্টুয়ার্টের ক্রস থেকে বক্সের মধ্যে বলটা গিয়েছিল। সেখান থেকে হেড দিয়ে বলটা বের করার চেষ্টা করা হয়। প্রতিহত হয়ে আসা বলটাই লিস্টনের পায়ে চলে আসে। আর বলটা পায়ে আসতেই বেঙ্গালুরুর পেনাল্টি অঞ্চল থেকে প্রথম টাচে ভলি নেন লিস্টন। শটটার যতই প্রশংসা করা হোক না কেন, ততই যেন কম বলা হবে। গুরপ্রীতের কাছে বলটা আটকানোর কোনও সুযোগই ছিল না।
এই গোল করতে না করতেই আনন্দে কার্যত আত্মহারা হয়ে যান লিস্টন। আবেগের বহিঃপ্রকাশ করতে গিয়ে তিনি নিজের জার্সি খুলে ফেলেন। বিদেশি ফুটবলে এমন দৃশ্য হামেশাই দেখতে পাওয়া যায়। ম্যাচ রেফারি রাহুল গুপ্তা অবশ্য রেয়াত করেননি। তিনি লিস্টনকে নিয়মমাফিক হলুদ কার্ড দেখান। লিস্টন হাসতে হাসতেই সেই শাস্তি মাথা পেতে গ্রহণ করেন।
এই ম্যাচটা মোহনবাগানের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। গত ২ ম্যাচে তারা জিততে পারেনি। প্রথমে জামশেদপুরের বিরুদ্ধে ১-১ গোলে ড্র হয়েছিল। তারপর চেন্নাইনের বিরুদ্ধে হয় গোলশূন্য ড্র। সেকারণে এই ম্যাচে সময় যত এগোচ্ছিল, ততই মলিনার কপালে চিন্তার ভাঁজ আরও গভীর হয়ে যাচ্ছিল। অবশেষে এই গোল কিছুটা হলেও তাঁকে অক্সিজেন দেবে।