শেষ আপডেট: 27th February 2024 21:02
দ্য ওয়াল ব্যুরো: কাতার বিশ্বকাপে জয়ের পরেই লিওনেল মেসি অবসর নেবেন, সেটি নিয়ে জল্পনা ছিল। আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনিও সংশয়ে ছিলেন দলের অধিনায়ক কী করবেন, সেই নিয়ে।
মেসি জাতীয় দলের হয়ে খেলা চালিয়ে যাবেন, সেই নিয়ে তিনি আভাসও দিয়েছেন। মেসির সামনে আগামীতে দুটি টুর্নামেন্ট রয়েছে। এক প্যারিস অলিম্পিক্স ও কোপা আমেরিকা। দুটি মেগা আসরই একসঙ্গে চলবে। জুন মাস থেকে শুরু হবে দুটি টুর্নামেন্টই।
এখন প্রশ্ন, মেসি কোন টুর্নামেন্টে খেলবেন? এমনিতেই অলিম্পিক্স ফুটবলের জন্য বিশেষ নিয়ম রয়েছে। অনূর্ধ্ব ২৩ ফুটবলারদের নিয়েই দলগঠন হয়ে থাকে। তিন সিনিয়র ফুটবলার থাকতে পারেন। সেক্ষেত্রে মেসির থাকা নিয়ে সমস্যা নেই।
জাতীয় দলের হয়ে প্রথম মেসি খেতাব পেয়েছিলেন অলিম্পিক্স ফুটবলেই ২০০৮ সালে বেজিংয়ে। সেই কারণে গ্রেটেস্ট শো অন আর্থ নিয়ে একটা পৃথক আবেগ কাজ করছে মেসির। আবার কোপা আমেরিকাও জিতেছেন মেসি। আর্জেন্টিনা অলিম্পিক্স দলের কোচ জেভিয়ার মাসচেরেনো পরিচিত মেসির প্রিয় বন্ধু হিসেবে। তিনিও জানিয়ে দিয়েছেন, লিও যদি খেলে, তা হলে আমার দলের দরজা সবসময়ের জন্য খোলা রয়েছে।
মেসি কী করবেন, সেই নিয়েই জল্পনা চলছে। টিওয়াই স্পোর্টসের মতো নামী সংবাদমাধ্যম জানিয়েছে, মেসি হয়তো বেছে নেবেন কোপা আমেরিকাকেই। কারণ ইন্টার মিয়ামি জানিয়ে দিয়েছে, মেসিকে বেছে নিতে হবে যে কোনও একটা টুর্নামেন্টই। সেক্ষেত্রে কোপাকেই বেছে নেবেন আর্জেন্টিনা অধিনায়ক। তবে অলিম্পিক্স মানে যে আবেগ, সেটিও কেউ অস্বীকার করছে না।