মাঠ থেকে বেরিয়ে গিয়ে অঝোরধারায় কাঁদতে থাকেন মেসি
শেষ আপডেট: 15 July 2024 03:52
দ্য ওয়াল ব্যুরো: কোপা আমেরিকা ফাইনালে সোমবার কলম্বিয়ার বিরুদ্ধে রুদ্ধশ্বাস খেলায় পুরো ম্যাচ খেলতে পারলেন লিওনেল মেসি। ৬৫ মিনিটের মাথায় চোট পেয়ে মাঠ ছাড়লেন আর্জেন্টিনার অধিনায়ক।
মাঠ থেকে বেরিয়ে গিয়ে অঝোরধারায় কাঁদতে থাকেন মেসি। তাঁকে থামানো যাচ্ছিল না। সেইসময় সারা মাঠ মেসি, মেসি চিৎকারে তাঁকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছিল। কিন্তু মেসি চোটে যতটা না কাবু ছিলেন, তাঁর চেয়েও দলের অধিনায়ক হিসেবে কিছু করতে পারলেন না, সেই আক্ষেপে আরও ভেঙে পড়েছিলেন।
মেসির গোড়ালিতে চোট লেগেছে, সেটি ক্যামেরায় দেখা গিয়েছে।
Messi is in tears as he is subbed off due to injury ???? pic.twitter.com/t0l3OLLuWf
— FOX Soccer (@FOXSoccer) July 15, 2024
ম্যাচে শুরুতেই আক্রমণে যায় আর্জেন্টিনা। ম্যাচের প্রথম মিনিটে গঞ্জেলো মনটিয়েলের ক্রস থেকে হুলিয়ান আলভারেজের হেড গোলবারের বাঁপাশ মিস করে বাইরে দিয়ে চলে যায়। এরপর ৫ মিনিটে লুইস দিয়াজ ও ১৩ মিনিট কার্লোস কুয়েস্টা কলম্বিয়ার হয়ে দুটি আক্রমণ করে।
২০ মিনিটে ডি মারিয়ার ক্রস থেকে বাঁপায়ের শট নেন লিওনেল মেসি। তবে মেসির শট সেভ করেন কলম্বিয়ার গোলরক্ষক কামিলো ভারগাস।
৩২ মিনিটে দারুণ একটি আক্রমণ করে কলম্বিয়া। আর্জেন্টিনার ডিফেন্ডাররা সেটি ব্লক করে দিলেও কর্নার পেয়ে যায় কলম্বিয়া। তবে কর্নার কিক থেকে বল তালুবন্দি করে নেন আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ।
এর ৩ মিনিট পর ফের আক্রমণে আসে আর্জেন্টিনা। ডি-বক্সের ভেতরে কলম্বিয়ার ডিফেন্ডারদের ড্রিবলিং করে বল নিয়ে আগানোর চেষ্টা করছিলেন মেসি। শেষ পর্যন্ত আর লক্ষ্যে শট নিতে পারেননি। বল চলে যায় মাঠের বাইরে। চোটও পেতে হয় মেসিকে। সেইসময় অবশ্য মাঠ থেকে না বেরলেও পরে আবার চোট পেতে ৬৫ মিনিটে বেরিয়ে যান কোপা ফাইনাল থেকে।