শেষ আপডেট: 23rd January 2024 16:57
দ্য ওয়াল ব্যুরো: দীর্ঘ সাড়ে তিনবছর পরে লিওনেল মেসি ও লুই সুয়ারেজ জুটি ফিরলেও সেই ঝলক উধাও। ভাবা গিয়েছিল আমেরিকার মাঠে ফুল ফুটবে মিয়ামির খেলায়। সেটি তো হলই না, উপরন্তু মেসিরা হার মানলেন ০-১ গোলে। মেজর সকার লিগে ডালাস এসসি-র কাছে ইন্টার মিয়ামির হার অঘটনই।
ইন্টার মিয়ামি সামনের সপ্তাহে এশিয়া মহাদেশে আসছে। ২ ফেব্রুয়ারি সৌদির মাঠে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর আল নাসের ক্লাবের বিরুদ্ধে মাঠে নামবেন মেসিরা। তার আগে এই হার তাঁদের চাপে রাখবে।
গত ম্যাচে এল সালভাডোরের বিরুদ্ধে কোনওমতে ড্র করেছিলেন মেসিরা। কিন্তু পরের ম্যাচেই এই বিখ্যাত জুটি পথ হারাবে ভাবা যায়নি। খেলার ৬৪ মিনিটে মেসির সঙ্গে মিয়ামি কোচ লুই সুয়ারেজ ও সার্জিও বুসকেতসকেও তুলে নেন তিনি।
ম্যাচের মাত্র ৩ মিনিটে ইন্টার মিয়ামির জালে বল জড়িয়ে দেন ডালাসের ফরোয়ার্ড জেসুস ফেরেইরা। মেসি অবশ্য সারা ম্যাচে আপ্রাণ চেষ্টা করেছেন, কিন্তু গোল দিতে পারেননি। তাঁর সোনার পাসগুলি বিপক্ষ ডিফেন্ডাররা বুঝে গিয়েছিলেন।
মেসির প্রথম দুটি শট ফিরিয়ে দিয়েছেন ডালাসের গোলরক্ষক মার্তেন পেয়েস। ম্যাচের ২৭ মিনিটে উরুগুয়ের তারকা সুয়ারেজের পাস থেকে মেসির শট একটুর জন্য লক্ষ্যভ্রষ্ট হয়েছে। সুয়ারেজও দু’বার গোল লক্ষ্য করে শট নিয়েছিলেন। কিন্তু ডালাসের গোলরক্ষকের তৎপরতায় গোল হয়নি।