শেষ আপডেট: 15th June 2024 15:29
দ্য ওয়াল ব্যুরো: লিওনেল মেসি খেললে একটা দলের কী সুবিধে হতে পারে, সেটি আরও একবার ভাল করে বুঝতে পারলেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি।
গুয়াতেমালার বিপক্ষে শুরু থেকেই মেসি খেলেছেন। মেসি ও লাউতারো মার্টিনেজের জোড়া গোলে গুয়াতেমালাকে ৪-১ গোলের ব্যবধানে হারিয়েছে আর্জেন্টিনা। কোপা আমেরিকার আগে খেলতে নামার আগে প্রস্তুতি ম্যাচে ছন্দে বিশ্ব চ্যাম্পিয়নরা।
পরীক্ষা নিরীক্ষার প্রীতি ম্যাচে ডি মারিয়া ও আলভারেজকে ছাড়াই খেলতে নামে আর্জেন্টিনা। সবাইকে চমকে ম্যাচের চতুর্থ মিনিটেই এগিয়ে যায় গুয়াতেমালা। লিসান্দ্রো মার্টিনেজের আত্মঘাতী গোলে লিড পায় তারা।
গোল খেয়ে যেন মরিয়া হয়ে ওঠে আলবিসেলেস্তারা। ম্যাচের ১২ নিনিটে প্রতিপক্ষের গোলরক্ষক্ক ভুল পাস দিলে মেসি গোলমুখের সামনে থেকে গোল করে আর্জেন্টিনাকে সমতায় ফেরান।
প্রথমার্ধের ৩৯ মিনিটের মাথায় কারবোনিকে ডিবক্সের ভেতর ফাউল করলে পেনাল্টি পায় আর্জেন্টিনা। স্পট কিক থেকে গোল করে আর্জেন্টিনাকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন লাউতারো মার্টিনেজ। ৬৬ মিনিটে মেসির পাস থেকে আবারও গোল করেন লাউতারো।
৭৭ মিনিটে বদলি হিসেবে নামা ডি মারিয়ার ডিফেন্স চেরা পাস থেকে দলকে ৪-১ ব্যবধানে এগিয়ে দেন লিওনেল মেসি। বড় জয়ে কোপা আমেরিকার আগে স্বস্তিতেই থাকবে আর্জেন্টিনা।
গুয়াতেমালার বিপক্ষে কোপা আমেরিকার আগে এক প্রীতি ম্যাচের ৩৯ মিনিটের সময় ভ্যালেন্টিন কারবোনিকে ফাউল করলে পেনাল্টি পায় আর্জেন্টিনা।
আর্জেন্টিনা দলে সবসময় পেনাল্টি নিয়ে থাকেন মেসি। তাই সবাই ভেবেছিল এবারও হয়তো তিনিই পেনাল্টি নেবেন, কিন্তু মেসি পেনাল্টি নিতে বলেন মার্টিনেজকে। গোলের দেখা মিলছিল না, সেই কারণে মার্টিনেজের গোলের প্রয়োজন ছিল।
খেলা শেষে তাই মার্টিনেজ ধন্যবাদ জানান দলের অধিনায়ক মেসিকে। লাউতারো বলেছেন, ‘‘আমি লিওর দিকে তাকালাম, লিও আমার দিকে তাকাল। তখনই বুঝে যাই পেনাল্টি কিক আমাকে মারতে বলছে। আমি ওঁর কাছে কৃতজ্ঞ। মাঠ ও মাঠের বাইরে এক অসাধারণ মানুষ মেসি।’’