রাহুল দ্রাবিড়
শেষ আপডেট: 13th March 2025 14:30
দ্য ওয়াল ব্যুরো: খেলোয়াড় জীবনে পরিচিত ছিলেন অটুট মনঃসংযোগ আর অতুলনীয় ধৈর্যের জন্য। ক্রিকেটার হিসেবে তাঁর স্কিল কিংবা দক্ষতা ছিল প্রশ্নাতীত। কিন্তু অনুরাগী মহলে রাহুল শরদ দ্রাবিড় বিশেষ জায়গা করে নেন মানসিক শক্তির পরিচয় দিয়ে।
কেরিয়ার অস্ত গিয়েছে। ক্রিকেটার থেকে এখন তিনি কোচ। তারপর জার্সি বদল, দল বদল ঘটেছে। তবু মানুষ রাহুল দ্রাবিড় যে এখনও আগের মতোই দৃঢ়, বলিষ্ঠ, বিপদের মধ্যেও অকুতোভয় ও আপাদমস্তক টিম-ম্যান, আইপিএল শুরুর আগেই তিনি তার পরিচয় দিলেন।
এসবের সূত্রপাত এক সপ্তাহ আগে। বেঙ্গালুরুর একটি ক্লাব ক্রিকেট খেলতে গিয়ে বাঁ-পায়ে চোট পান রাহুল। আইপিএলের দামামা বাজার পর এমন ঘটনায় দুঃসংবাদ ছড়িয়ে পড়ে রাজস্থান শিবিরে। গতকাল ফ্র্যাঞ্চাইজির তরফ থেকে একটি ছবি শেয়ার করে লেখা হয়: ‘হেড কোচ রাহুল দ্রাবিড় বেঙ্গালুরুতে ক্রিকেট খেলতে গিয়ে চোট পান, এখন তিনি সুস্থ হয়ে উঠছেন এবং জয়পুরে আমাদের সঙ্গে যোগ দেবেন।‘
এ খবর শুনে অনুরাগী ও সমর্থকদের অনেকেই কথাটা বিশ্বাস করতে পারছিলেন না। বিশেষ করে, যখন মেডিক্যাল বুট পরা অবস্থায় রাহুলের ছবি ততক্ষণে ভাইরাল হয়ে গিয়েছে, এরপরও ক্যাম্পে যোগ দেওয়া কীভাবে সম্ভব? ছড়াতে থাকে গুঞ্জন।
কিন্তু সেই জল্পনা ও বিবৃতিকে সত্যি প্রমাণ করে মেন্টর হাজির হন জয়পুরে। টিমের ক্রিকেটারদের সঙ্গে কথা বলেন। হাত মেলান রিয়ান পরাগের সঙ্গে, সময় কাটান যশস্বী জয়সওয়ালদের নিয়ে। শ্যাডো শট হাতে ধরে দেখানো থেকে শুরু করে ভোকাল টনিক—নানান অবতারে দেখা দেন রাহুল। সবই ক্রাচে ভর করে। বুধবারের সেশন ক্রাচ হাতে পরিচালনা করেন দ্রাবিড়। কখনও দাঁড়িয়ে, কখনও বসে। নানান ভঙ্গিমায় পরামর্শ দেন তিনি। রাজস্থান রয়্যালসের তরফে গোটা ঘটনার দুটো আলাদা ভিডিও তাদের এক্স-হ্যান্ডেলে আপলোড করা হয়। তা দেখে আবেগে ভেসে পড়েন দ্রাবিড-ভক্তেরা। একজন লেখেন—‘দলের জন্য যা কিছু করতে পারেন দ্রাবিড়।‘ আরেক অনুরাগীর কথা—‘দেখে দুঃখ হচ্ছে।‘
????➡️???? pic.twitter.com/kdmckJn4bz
— Rajasthan Royals (@rajasthanroyals) March 13, 2025
উল্লেখ্য, রাহুল দ্রাবিড় ২০১১ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত রাজস্থান রয়্যালসের অধিনায়ক ছিলেন। ২০১৪ থেকে দলের মেন্টরের ভূমিকাতেও অবতীর্ণ হন। প্লেয়ার-মেন্টর হিসেবে তখন খেলা চালিয়ে যান। এরপর ভারতের অনূর্ধ্ব উনিশ, এ-টিম হয়ে জাতীয় দলের দায়িত্ব হাতে তুলে নেন।