
ইডেনে সেপ্টেম্বরে ফের সৌরভের ‘দাদাগিরি’, লিজেন্ডস ক্রিকেট লিগে বিপক্ষে জন্টি, ক্যালিসরা
দ্য ওয়াল ব্যুরো: ইডেন গার্ডেন্সে (Eden Gardens) ফের ক্রিকেট উৎসব শুরু হতে চলেছে সামনের মাসে। ১৫ সেপ্টেম্বর থেকে শুরু লিজেন্ডস ক্রিকেট আসর (Legends League)। ওই ম্যাচে একটি দলের নেতা সৌরভ গঙ্গোপাধ্যায়, অন্যজনের অধিনায়ক ইয়ন মরগ্যান।
সৌরভের দলের নাম ইন্ডিয়া মহারাজাস। বাকি দলের নাম ওয়ার্ল্ড জায়ান্টস। সৌরভ ও বীরেন্দ্র সেহওয়াগ ওপেন করবেন ম্যাচে। ওই দলের হয়ে খেলতে দেখা যাবে অজয় জাদেজা, মহম্মদ কাইফ, ইরফান পাঠান, পার্থিব প্যাটেলরা।
১৫ সেপ্টেম্বর এই দুই দলের মধ্যে প্রদর্শনী ম্যাচ খেলা হবে। ১৬ তারিখ থেকে মূল আসর শুরু হবে। মোট ১৫টি ম্যাচ হবে ভারতের চারটি কেন্দ্রে।
লিজেন্ডস ক্রিকেট লিগের কমিশনার রবি শাস্ত্রী বলেছেন, ‘‘স্বাধীনতার ৭৫ বছর পালন করছি আমরা। এটা খুবই গর্বের জায়গা। ভারতীয় হিসাবে আমার কাছে এটা খুবই আনন্দের যে, এ বারের লিগ আমরা স্বাধীনতার ৭৫তম বছরের উদ্যাপনে উৎসর্গ করছি।’’
ওই লিগের সিইও রমন রাহেজা জানান, মোট ২২ দিনের আসর, আমরা পরে দলের ক্রিকেটারদের নাম জানাব।’’
ইন্ডিয়া মহারাজাস: সৌরভ গঙ্গোপাধ্যায় (অধিনায়ক), বীরেন্দ্র সেহওয়াগ, মহম্মদ কাইফ, ইউসুফ পাঠান, এস বদ্রিনাথ, ইরফান পাঠান, পার্থিব প্যাটেল, এস শ্রীসান্থ, হরভজন সিং, নমন ওঝা, অশোক দিন্দা, প্রজ্ঞান ওঝা, অজয় জাদেজা, আরপি সিং এবং যোগিন্দর শর্মা।
ওয়ার্ল্ড জায়ান্টস: ইয়ন মর্গ্যান (অধিনায়ক), লেন্ডন সিমনস, হার্শেল গিবস, জ্যাক কালিস, সনৎ জয়সূর্য, ম্যাট প্রায়র, জন্টি রোডস, মুথাইয়া মুরলীধরন, ডেইল স্টেইন, হ্যামিলটন মাসাকাদজা, মাশরাফি মোর্তাজা, আসগর আফগান, মিচেল জনসন, ব্রেট লি, কেভিন ও’ব্রায়েন এবং দীনেশ রামাদিন।
‘বিজেপি-র হয়ে ভোট চাইবে, নোট চাইছ কেজরির থেকে? গেমসে ব্রোঞ্জজয়ীকে কটাক্ষ আপ নেতার