শেষ আপডেট: 10th July 2021 16:42
দ্য ওয়াল ব্যুরো: রাজনীতি ছেড়ে দিয়েছিলেন আগেই, এমনকি বিধায়ক পদ থেকেও ইস্তফা দিয়েছিলেন। সেইসময়ই বলেছিলেন, রাজনীতিতে গিয়েছিলেন ভুল করে, তাই ক্রিকেটেই ফিরতে চান। সেই মতো বাংলা ক্রিকেটের সঙ্গে যোগাযোগ বাড়িয়েছিলেন লক্ষ্মীরতন শুক্লা। বাংলার প্রাক্তন অধিনায়ককে এবার অনুর্ধ্ব ২৩ দলের কোভ হিসেবে নিযুক্ত করল সিএবি। তিনি নিজের নতুন ইনিংস শুরু করতে চলেছেন। ক্রিকেট থেকে অবসরের পরেই রাজনীতিতে নামেন লক্ষ্মী। ২০১৬ সালে হাওড়া উত্তরের বিধায়ক হিসেবে নির্বাচিত হন তিনি। এরপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বিতীয় সরকারে তাঁকে ক্রীড়াদপ্তরের প্রতিমন্ত্রী হিসেবেও দায়িত্ব দেওয়া হয়। দক্ষতার সঙ্গেই সেই কাজ চালাচ্ছিলেন প্রাক্তন ক্রিকেটার। এমনকি সংগঠনে রদবদলের সময়ে তাঁকে হাওড়ার জেলা সভাপতির দায়িত্বও দেন তৃণমূল নেত্রী। তিনি প্রথমে মন্ত্রীত্ব থেকে সরে যান, তারপর বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছিলেন। ভাবা গিয়েছিল তিনি হয়তো সিএবি প্রশাসনে আসবেন, কিন্তু লক্ষ্মীকে কোচ করে সেই সম্ভাবনায় জল ঢেলে দিল তারা। এদিকে, বাংলা সিনিয়র দলের কোচের পদে রেখে দেওয়া হল অরুণ লালকে। তাঁকে সহকারী কোচ হিসেবে সহায়তা করবেন সৌরাশিস লাহিড়ী। ভিভিএস লক্ষ্মণকে আগামী মার্চ মাস পর্যন্ত বাংলা দলের পরামর্শদাতা হিসেবে রেখে দেওয়া হয়েছে। শিবশঙ্কর পালকে বাংলা সিনিয়র দলের বোলিং কোচ করা হয়েছে। উৎপল চট্টোপাধ্যায় ফের স্পিন বিভাগের কোচিং সামলাবেন। দলের মূল কোচ অরুণ লাল ফের দায়িত্ব পেয়ে খুশি। তিনি জানিয়েছেন, ‘‘সৌরাশিসের মতো ছেলে আমাকে সহায়তা করবে জেনে ভাল লাগল। ক্রিকেটার হিসেবে লড়াকু ছিল, সেই কাজটাই করবে এবার সহকারী হিসেবে। আমিও নিজের সেরাটা দেব। আমাদের লক্ষ্য ভাল ফল করা। শেষবার রঞ্জিতে ফাইনালে উঠে আমরা খেতাব পাইনি। সেই কাজটাই এবার সম্পূর্ণ করার চেষ্টা থাকবে আমাদের।’’