লামিনে ইয়ামালে
শেষ আপডেট: 10 July 2024 02:06
দ্য ওয়াল ব্যুরো: এভাবেই একটা রাতে রূপকথা লেখা হয়। এভাবেই প্রতিভার উন্মেষ ঘটে। পেলে, মারাদোনা, মেসি, রোনাল্ডোদের উত্থানও এভাবে হয়েছিল। যেভাবে মঙ্গলবার রাতে হল স্পেনের লামিনে ইয়ামালের। পেলের ৬৬ বছরের রেকর্ড ভেঙে সবচেয়ে কম বয়সে গোল করলেন আন্তর্জাতিক ফুটবলে।
বয়স মাত্র ১৬ বছর। ইউরো কাপের মধ্যেই যে ছেলেটি স্কুলের পরীক্ষা দিয়েছেন, পাসও করেছেন। সেই ছেলেটি যখন বিশ্বকাপের রানার্স দল ফ্রান্সকে মাটি ধরিয়ে দেন, সেইসময় চমকে তো উঠতেই হয়।
ইয়ামালের দুরন্ত শটে গোলটি দেখার জন্য মাইলের পর মাইল হাঁটা যায়। অনেক রাত জেগে কাটানো যায়। ফরাসি গোলরক্ষক নড়ার সময়টুকু পাননি, দেখলেন স্প্যানিশ নবীন তারকার শট বারে লেগে কম্পাসের মতো গোলবৃত্ত রচনা করল।
ইউরো ফুটবলের ইতিহাসে সবচেয়ে কম বয়সি ফুটবলার হিসেবে গোল করার রেকর্ড গড়লেন ইয়ামাল। সেমিফাইনালে ফ্রান্সের বিপক্ষে খেলতে নেমে ৮মিনিটে পিছিয়ে পড়েছিল স্পেন। এরপর ২১ মিনিটে ইয়ামালের চোখ ধাঁধানো গোলে সমতায় ফেরে স্পেন।
আলভারো মোরাতার অ্যাসিস্ট থেকে বাঁপায়ের দারুণ শটে তিনি সারা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন। ম্যাচে টলিয়ে দিয়েছেন কিংবদন্তি কিলিয়ান এমবাপেকে।
এই গোলের মাধ্যমে ইয়ামাল একটা রেকর্ডও ভেঙে দেন। ইউরো ও বিশ্বকাপ মিলিয়ে সবচেয়ে কম বয়সি ফুটবলার হিসেবে গোল করার রেকর্ড নিজের দখলে নিলেন তিনি।
১৬ বছর ৩৬২ দিন বয়সে ইয়ামাল গোল করলেন। এর আগে ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলে বিশ্বকাপে ১৭ বছর ২৩৯ দিন বয়সে গোল করেছিলেন। কে বলতে পারে, মেসি-রোনাল্ডোর অবসরের পরে এই স্প্যানিশ বালকের জন্য না রাতের পর রাত জাগতে হয় ফুটবল প্রেমীদের।