শেষ আপডেট: 12th March 2025 17:09
দ্য ওয়াল ব্যুরো: এএফসি চ্যালেঞ্জ লিগে ফিরতি লেগের কোয়ার্টার ফাইনাল ম্যাচ খেলতে নেমেছে ইস্টবেঙ্গল এফসি। এফকে আর্কাদাগের ডেরায় গিয়ে এই ম্যাচটা খেলতে হচ্ছে লাল-হলুদ ব্রিগেডকে। শুরুতেই ইস্টবেঙ্গল ১-০ গোলে এগিয়ে গিয়েছিল। কিন্তু, ম্যাচের ৩৩ মিনিটে ইস্টবেঙ্গল ফুটবলার চুনুঙ্গাকে লাল কার্ড দেখালেন রেফারি। বিষয়টি তিনি যথেষ্ট উত্তেজনা তৈরি হয়েছে।
আসলে ম্যাচের ১১ মিনিটের মাথায় প্রথম হলুদ কার্ড দেখেছিলেন চুনুঙ্গা। কিন্তু, রেফারির সেই সতর্কবার্তা মাথায় রাখেননি তিনি। ম্যাচের ৩৩ মিনিটে আর্কাদাগের একজন ফুটবলারকে তিনি পিছন থেকে আক্রমণ করেন। ফাউলটা খুব বাজেভাবে হয়েছিল। সিদ্ধান্তটা যথেষ্ট কঠিন হলেও ম্যাচ রেফারি অবলীলায় দ্বিতীয় হলুদ কার্ডটি বের করেন। এরপর লাল-হলুদের এই ফুটবলারকে মাঠ ছেড়ে বেরিয়ে যেতে হয়।
ইস্টবেঙ্গলের কাছে এটা যে অনেক বড় একটা ধাক্কা, সেটা আর বলার অপেক্ষা রাখে না। কারণ এরপর প্রায় ৫৭ মিনিট ইস্টবেঙ্গলকে দশজন মিলে লড়াই চালাতে হবে। আপাতত প্রথমার্ধের খেলা শেষ হয়েছে। আর ইস্টবেঙ্গল ১-০ গোলে এগিয়ে রয়েছে।
Lalchungnunga defends like a headless chicken—no positioning, no awareness, just reckless tackles. It’s like he’s playing rugby instead of football. At this rate, he might as well carry a red card in his pocket and hand it to the ref himself! #DefensiveDisaster#EastBengalFC #afc
— Indianfootballprotagonists (@ifpforall) March 12, 2025
Lalchungnunga is such an idiot player! From the very first he looks shaky and prone to committing fouls. On yellow, and he keeps pulling down players! Inevitable!! Day in day out, East Bengal players keep letting the fans and Oscar down! Stupid! Stupid! Stupid!
— Talking Football Today (@Real_TFT) March 12, 2025
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, গত ৯ মার্চ এই টুর্নামেন্টে প্রথম লেগের কোয়ার্টার ফাইনাল আয়োজন করা হয়েছিল। কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে আয়োজিত সেই ম্যাচে ইস্টবেঙ্গল ০-১ গোলে হেরে গিয়েছিল। ম্যাচের ১০ মিনিটে গোল করেছিলেন গুরবানোভ। এই ম্যাচে লাল-হলুদ ব্রিগেডের পারফরম্যান্স দেখে দলীয় সমর্থকরাও রীতিমতো ক্ষোভে ফেটে পড়েন। স্টেডিয়ামের বাইরে তাঁরা বিক্ষোভও দেখিয়েছিলেন। এই পরিস্থিতিতে ফিরতি লেগের ম্যাচটা শুধুমাত্র জিতলেই হবে না। কমপক্ষে ২-০ ব্যবধানে জিততে হবে ইস্টবেঙ্গলকে। দ্বিতীয় গোলটা লাল-হলুদ ব্রিগেড কত দ্রুত করতে পারে, সেটাই আপাতত দেখার।
বুধবারের (১২ মার্চ) ম্যাচে প্রথম মিনিটেই ইস্টবেঙ্গলকে লিড এনে দেন মেসি বাউলি। ইস্টবেঙ্গলের অর্ধ থেকে ফ্রি-কিক বাড়ানো হয়েছিল। সেই ভেসে আসা বলে মেসি হেড দেন। সেই বলে লেখা ছিল দিয়ামান্তাকোসের ঠিকানা। এরপর দিয়ামান্তাকোস ফের মেসির দিকে বলটা বাড়িয়ে দেন। অবশেষে হালকা ট্যাপ করে আর্কাদাগের জালে বলটা জড়িয়ে দেন। আপাতত দুটো লেগ মিলিয়ে দুই দলই ১-১ ব্যবধানে দাঁড়িয়ে রয়েছে।