শেষ আপডেট: 13th April 2024 13:06
দ্য ওয়াল ব্যুরো: জাতীয় দলের হয়ে তো বটেই, পাশাপাশি আইপিএলেও তাঁর স্পিনের ঝলক দেখাচ্ছেন কুলদীপ যাদব। লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে দিল্লির কুলদীপের বোলিং ম্যাজিকে সৌরভদের দলের জয় সহজ হয়েছে। ম্যাচের সেরা হন কুলদীপই। যিনি গত ম্যাচেও চোটের কবলে ছিলেন। কিন্তু প্রত্যাবর্তনের মঞ্চকে রাঙিয়ে রাখলেন এই চায়নাম্যান বোলার।
শুক্রবার রাতের ম্যাচে কুলদীপের ২০ রানের বিনিময়ে তিন শিকার হলেন, মার্কাস স্তোইনিস, নিকোলাস পুরান ও লখনউ দলের অধিনায়ক কেএল রাহুলকেও ফিরিয়েছেন কুলদীপ। ম্যাচ শেষে অবশ্য বলেছেন, আমি প্রথম দুটি উইকেট নিয়ে খুশি হয়েছি। তবে আলোচনা বেশি হচ্ছে পুরানের উইকেট নিয়ে। ওই শিকার তিনি পান নিজের ট্রেডমার্ক গুগলি দিয়ে। ওই ডেলিভারি বুঝতেই পারেননি পুরান।
এরমধ্যে কুলদীপের একটি ভিডিও নিয়ে সোশ্যাল মাধ্যমে বেশি আলোচনা হচ্ছে। সম্প্রতি মুম্বই বিমানবন্দরে কুলদীপ নিজের সুটকেসকে এত সুন্দরভাবে মসৃণ মার্বেলের মেঝেতে স্পিন করিয়েছেন, যা দেখে অবাক সতীর্থ ও নিরাপত্তারক্ষীও।
Spinning ???? Anything, anywhere, anytime ????️#YehHaiNayiDilli #IPL2024 pic.twitter.com/aSLrPxywGm
— Delhi Capitals (@DelhiCapitals) April 10, 2024
অনেকেই ওই ভিডিও দেখে লিখেছেন, কুলদীপ শুধু মাঠে নয়, বাইরেও যে কোনও বস্তুকে দিয়ে স্পিন করাতে পারেন।