শেষ আপডেট: 30th March 2024 15:04
দ্য ওয়াল ব্যুরো: বৈরিতা ভুলে মৈত্রীর বন্ধনে নিজেদের জড়িয়েছেন বিরাট কোহলি ও গৌতম গম্ভীর। দু’জনের তিক্ত সম্পর্কের অবসান ঘটেছে শুক্রবার চিন্নাস্বামী স্টেডিয়ামে।
ক্রিকেটমহল তাকিয়ে ছিল দুই তারকার দিকে। ম্যাচের টাইমড আউটের সময়ই বিরাট ও গম্ভীরের মধ্যে আলিঙ্গন হয়েছে। দু্জনেই একে অপরকে কাছে টেনে নিয়েছেন। যা দেখে সুনীল গাভাসকার ধারাভাষ্য দিতে গিয়ে জানিয়েছেন, আহা! এদের এই কারণেই অস্কার দেওয়া উচিত! তার মানে তিনি বোঝাতে চেয়েছেন বিষয়টিকে নাটকীয় রূপ দিয়েছেন দু’জনেই।
তারমধ্যেই কলকাতা পুলিশ ওই দুই তারকার আলিঙ্গনের ছবি দিয়ে ফেসবুকে পোস্ট করে লিখেছে, ‘‘সমস্যা গম্ভীর হোক বা বিরাট, সমাধান করতে ১০০ ডায়াল করুন।’’ ওই ফেসবুক পোস্টে লাইক ও কমেন্টের বন্যা বয়েছে। এমন ভাবনার জন্য অনেকেই কমেন্টে লিখেছেন, অ্যাডমিনকে এই পোস্টের জন্য নোবেল দেওয়া উচিত। একজন লিখেছেন, ‘‘একটাই তো হৃদয় কতবার আর জিতবেন অ্যাডমিন!’’ কেউ লিখেছেন, কলকাতা পুলিশ রকস্টার।
Gautam Gambhir hugging & congratulating Virat Kohli. ❤️????pic.twitter.com/j1MlP2fDqq
— Mufaddal Vohra (@mufaddal_vohra) March 29, 2024
পাশাপাশি দিল্লি পুলিশও গম্ভীর ও কোহলির ছবি পোস্ট করে লিখেছে, ‘‘ঝগড়া হলে ১১২ ডায়াল করে শান্ত করুন। কোনও ঝামেলাই বিরাট অথবা গম্ভীর হয় না।’’
এমনকী পশ্চিমবঙ্গ পুলিশ কোহলির একটি ম্যাচের ভিডিও পোস্ট করে ক্যাপশন লিখেছে, হার-জিত কে হিসেব রাখে, রাজার মুকুট মাথায় থাকে। হেলমেট পরে সুরক্ষিত থাকুন।