Latest News

Kolkata League: কলকাতা লিগে পা পড়ছে মতুয়াদের, খেলবে মিলনবীথি নামে

দ্য ওয়াল ব্যুরো: কলকাতা লিগে (Kolkata League) পদার্পন ঘটছে মতুয়া (Motua) সম্প্রদায়ের। তারা আগেই জানিয়েছিল, কলকাতা লিগে খেলবে। করোনার কারণে তাদের স্বপ্ন বাস্তবায়িত হয়নি। অবশেষে গড়ের মাঠে তাদের আবির্ভাবে সাড়া পড়ে গিয়েছে।

গত বছর আইএফএ অনুমোদিত প্রথম ডিভিশন ক্লাব মিলনবীথির সঙ্গে গাঁটছড়া বাঁধে মতুয়া। গত বছর প্রিমিয়ার ডিভিশনের নিচে লিগ না হওয়ায় গড়ের মাঠে খেলা হয়নি। তবে এই বছর সব ডিভিশনের লিগ হতে চলেছে। জুনে শুরু হবে কলকাতা লিগ। এবার বড় দলগুলি সকলেই খেলবে। মতুয়াদের অংশগ্রহণ নিয়ে কর্তারাও বেশ উ২সাহী হয়ে পড়েছেন।

শুক্রবার ঠাকুরনগরে ওয়েস্ট বেঙ্গল মতুয়া ওয়েলফেয়ার বোর্ডের এক অনুষ্ঠানে মতুয়া মিলন বীথির জার্সি উন্মোচন হয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেঙ্গল অলিম্পিক অ‍্যাসোসিয়েশনের সভাপতি স্বপন বন্দ্যোপাধ্যায়। তিনিই মতুয়া মিলন বীথির জার্সি উন্মোচন করেন। ছিলেন মতুয়া মহাসংঘের চেয়ারপার্সন মমতাবালা ঠাকুর।

এবারই কলকাতা লিগে খেলবে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব। তাদেরও নাম নথিভুক্ত হয়ে গিয়েছে।

You might also like