শেষ আপডেট: 13th March 2025 19:36
দ্য ওয়াল ব্যুরো: এত টাকা খরচ করে ভেঙ্কটেশ আইয়ারকে কলকাতা নাইট রাইডার্সে ফিরিয়েছে কলকাতা নাইট রাইডার্স। আশা করা হয়েছিল, ভেঙ্কটেশকেই আসন্ন মরশুমে কেকেআর ব্রিগেডের অধিনায়ক নির্বাচন করা হবে। কিন্তু, সমর্থকদের সেই আশা পূরণ হয়নি। আসন্ন আইপিএল মরশুমে অজিঙ্কা রাহানেকে অধিনায়ক নির্বাচন করা হয়েছে।
প্রসঙ্গত, গত মরশুমে কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক ছিলেন শ্রেয়স আইয়ার। ১০ বছর পর ফের আইপিএল খেতাব জয় করেছিল কেকেআর ব্রিগেড। কিন্তু, মেগা নিলামের আগে শ্রেয়সকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে কেকেআর ব্রিগেড। এরপর নিলাম অনুষ্ঠানে ২৩.৭৫ কোটি টাকা দিয়ে ভেঙ্কটেশকে দলে ফেরানোর সিদ্ধান্ত নেয় এই ফ্র্যাঞ্চাইজি। অন্যদিকে, অজিঙ্কা রাহানেকে মাত্র ১.৫ কোটি টাকার বিনিময়ে দলে নেয় কেকেআর।
সম্প্রতি কলকাতা নাইট রাইডার্স দলের সিইও ভেঙ্কি মাইসোর জানিয়েছেন, ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে ভেঙ্কটেশের উপর অধিনায়কত্বের বোঝা তুলে দেওয়া হয়নি। আর সেকারণেই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
ইএসপিএন ক্রিকইনফো-কে দেওয়া একটি ইন্টারভিউয়ে তিনি বলেছেন, 'আইপিএল টুর্নামেন্টে যথেষ্ট হাড্ডাহাড্ডি লড়াই হয়। ভেঙ্কটেশ আইয়ারকে আমরা খুব ভালভাবে চিনি। তবে আমাদের মনে হয়েছে, অধিনায়কত্বের ভার ওর উপরে অনেকটাই বোঝা বাড়িয়ে দেবে।'
সঙ্গে তিনি আরও যোগ করেছেন, 'ইতিপূর্বে আমাদের এমনও অভিজ্ঞতা হয়েছে যে অনেকেই ক্যাপ্টেন্সির দায়িত্ব গ্রহণ করার পর তা সঠিকভাবে পালন করতে পারে না। সেকারণে শুরু থেকেই এটা শক্ত হাতে তুলে দেওয়া উচিত। এই দায়িত্ব পালনের জন্য অনেকটা পরিপক্কতা এবং অভিজ্ঞতার প্রয়োজন হয়। আমাদের মনে হয়েছে অজিঙ্কা রাহানে এই দায়িত্বটা খুব ভাল করে পালন করতে পারবেন।'
ইতিপূর্বে, মেগা নিলামের আগে ভেঙ্কটেশ আইয়ারকে রিলিজ করে দিয়েছিল কলকাতা নাইট রাইডার্স ফ্র্যাঞ্চাইজি। কিন্তু, তাঁকে দলে ফেরানোর জন্য কেকেআর নিজেদের টাকার ভাঁড় কার্যত উপুড় করে দিয়েছিল। তাঁকে দলের সহ অধিনায়ক হিসেবে নির্বাচন করা হয়েছে। অন্যদিকে, ঘরোয়া ক্রিকেটে মুম্বইকে যথেষ্ট ভাল নেতৃত্ব দিয়েছেন রাহানে। সেকারণে তাঁর উপরেই ভরসা রাখছে কেকেআর।