শেষ আপডেট: 14th March 2025 11:10
দ্য ওয়াল ব্যুরো: শেষ হল আইপিএল ২০২৫-এর ট্রফি সফর। সল্টলেকের সিটি সেন্টার ওয়ান মলে এই সফর শেষ হয়েছে। এই ট্রফি দেখার জন্য কেকেআর সমর্থকরা কার্যত হুমড়ি খেয়ে পড়েন। কলকাতার এই জনপ্রিয় শপিং মলে হাজার হাজার সমর্থকের ভিড় চোখে পড়েছে। সকলেই একবার ট্রফিটা দেখতে এসেছিলেন। শুধু তাই নয়, অনেকে তো আবার এই ট্রফির পাশে দাঁড়িয়ে ছবিও তুললেন।
২০২৪ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে কলকাতা নাইট রাইডার্স যথেষ্ট ভাল পারফরম্যান্স করেছিল। ফাইনালে তারা সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে খেতাব জয় করে। কলকাতা নাইট রাইডার্স এখনও পর্যন্ত মোট তিনবার আইপিএল খেতাব জয় করেছে। ২০২৪ সালের আগে কলকাতা দল ২০১২ এবং ২০১৪ সালেও এই ট্রফি জয় করেছিল।
এই ট্যুরে কলকাতার বেশ কয়েকটি প্রসিদ্ধ জায়গায় আইপিএল ট্রফি নিয়ে যাওয়া হয়। সফর শুরু হয়েছিল ভিক্টোরিয়া মেমোরিয়াল থেকে। এরপর হাওড়া ব্রিজ এবং হুগলি নদীর পাশে অবস্থিত প্রিন্সেপ ঘাটেও নিয়ে যাওয়া হয়েছিল।
Home vibes, home fans, home love! ???????? pic.twitter.com/4r4egOm3uH
— KolkataKnightRiders (@KKRiders) March 13, 2025
২০২৫ আইপিএল টুর্নামেন্টে কলকাতা নাইট রাইডার্সকে নেতৃত্ব দেবেন অজিঙ্কা রাহানে। আসলে, মেগা নিলামের ঠিক আগেই কলকাতা নাইট রাইডার্স রিলিজ করে দিয়েছিল শ্রেয়স আইয়ারকে। এরপর রাহানেকে দলে নিয়ে তাঁকে অধিনায়কের পদে বসিয়ে দেয়।
অজিঙ্কা রাহানের মধ্যে যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে। আশা করা হচ্ছে, আসন্ন আইপিএল মরশুমে তিনি যথেষ্ট ভাল পারফরম্যান্স করতে পারেন। একদিকে অজিঙ্কা রাহানেকে যেখানে কলকাতা নাইট রাইডার্স দলের অধিনায়ক নির্বাচন করা হয়েছে। ঠিক সেখানেই দলের তারকা অলরাউন্ডার ভেঙ্কটেশ আইয়ারকে দলের সহ অধিনায়ক হিসেবে নির্বাচন করা হয়েছে।
আসন্ন আইপিএল মরশুমের প্রথম ম্যাচটা কলকাতা নাইট রাইডার্সকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে খেলতে হবে। এই ম্যাচটি কলকাতার ইডেন গার্ডেন্সে আয়োজন করা হবে। ২০২৫ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আগামী ২২ মার্চ থেকে শুরু হচ্ছে। টুর্নামেন্টে প্রথম ম্যাচটাও এই দুই দলের মধ্যেই খেলা হবে। এই বছর আইপিএল টুর্নামেন্টে কলকাতা নাইট রাইডার্স কেমন পারফরম্যান্স করে, সেটাই আপাতত দেখার।