শেষ আপডেট: 6th March 2025 15:59
দ্য ওয়াল ব্যুরো: ২০২৫ আইপিএল টুর্নামেন্ট আপাতত দরজায় কড়া নাড়তে শুরু করেছে। চলতি মার্চ মাস থেকেই শুরু হতে চলেছে অর্থের আভিজাত্য়ে মোড়া এই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ। প্রথম ম্যাচটা কলকাতা নাইট রাইডার্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মধ্যে আয়োজন করা হবে।
এবারের কেকেআর স্কোয়াড যে যথেষ্ট শক্তিশালী হয়েছে, তা নিয়ে কোনও দ্বিমত থাকতে পারে না। গত মরশুমের খেতাবজয়ী দলের দিকে আপাতত গোটা দেশের নজর রয়েছে। কিন্তু, কলকাতা নাইট রাইডার্সের একটি হোম ম্যাচ নিয়ে পরিস্থিতি ক্রমশ জটিল হতে শুরু করেছে। আগামী ৬ এপ্রিল ইডেন গার্ডেন্স স্টেডিয়ামে লখনউ সুপার জায়ান্টের বিরুদ্ধে খেলতে নামবে কেকেআর ব্রিগেড।
এই বিশেষ দিনেই আবার রাম নবমী পড়েছে। সেকারণে শহর কলকাতার নিরাপত্তা নিয়ে একটা চাপ তৈরি হবে বলে আশঙ্কা করা হচ্ছে। দুটো জায়গাতেই যে পর্যাপ্ত নিরাপত্তাকর্মী লাগবে, তা চোখ বন্ধ করে বলা যেতে পারে। ইন্ডিয়া টুডে'র একটি প্রতিবেদন অনুসারে, কলকাতা পুলিশ নাকি ইতিমধ্যেই ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের কাছে একটি চিঠি পাঠিয়েছে। সেখানে নাকি স্পষ্ট উল্লেখ করা হয়েছে যে ম্যাচের জন্য তারা পর্যাপ্ত নিরাপত্তা দিতে পারবে না।
এই পরিস্থিতিতে ম্যাচের ভাগ্য কী হতে চলেছে, তা নিয়ে শুরু হয়ে গিয়েছে বিস্তর জল্পনা। সূত্রের খবর, রাজ্য ক্রীড়া মন্ত্রকের পক্ষ থেকে ইতিমধ্যে সমস্যা সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে। প্রসঙ্গত, ইডেন গার্ডেন্সে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ এবং আগামী ২৫ মে বহু প্রতীক্ষিত আইপিএল ফাইনাল আয়োজন করা হবে।