শেষ আপডেট: 29th January 2025 23:57
দ্য ওয়াল ব্যুরো : শুরু হয়ে গেল ৪৮তম কলকাতা আন্তর্জাতিক বইমেলা উৎসব। এই উৎসবে ভারতীয় ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একটি স্টল দেওয়া হয়েছে। এই স্টলের উদ্বোধন করলেন রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রথমবার IFA-র পক্ষ থেকে এমন অভিনব উদ্য়োগ গ্রহণ করা হয়েছে। উল্লেখ্য, আইএফএ সচিব অনির্বাণ দত্তের ভাবনাতেই মূলত এই স্টলের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) এই উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী ও কলকাতার মহা নাগরিক ফিরহাদ হাকিম, অগ্নিনির্বাপক ও জরুরী পরিষেবা দপ্তরের মন্ত্রী সুজিত বসু, বিধাননগর পুরসভার মেয়র কৃষ্ণা চক্রবর্তী, সাংসদ দোলা সেন, পরিবহন মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী ও বিধাননগর পৌরসভার চেয়ারম্যান সব্যসাচী দত্ত, রাজ্য পুলিশের ডিরেক্টর জেনারেল রাজীব কুমার।
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, এই প্রথম কোনও রাজ্য ক্রীড়া সংস্থা বইমেলায় নিজেদের স্টল নিয়ে উপস্থিত হয়েছে। ২৭৬ নম্বর স্টলে পাওয়া যাবে সদ্য প্রকাশিত কিক অফ ইয়ারবুক ২০২৪-২৫। এছাড়াও থাকছে বিভিন্ন খ্যাতনামা ক্রীড়া সাংবাদিকদের লেখা বইয়ের সম্ভার। আশা করা হচ্ছে, বাংলার ফুটবলপ্রেমীরা অবশ্যই এই স্টলে ভিড় জমাবেন।
বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে এসে মুখ্যমন্ত্রী বলেন, 'কলকাতা বইমেলা বিশ্বসেরা। আমি এটাকে আরও বড় পরিসরে দেখতে চাই। আর জার্মানির সঙ্গে তো ভারতের তথা বাংলার গভীর যোগসূত্র রয়েছে। কারণ নেতাজি সুভাষচন্দ্র বোস। তাঁর মেয়ে ওখানেই থাকেন, তাঁর সঙ্গে আমরা আলাপও হয়েছে।' মমতা মনে করান, কীভাবে নেতাজি দেশের স্বাধীনতার জন্য লড়েছিলেন। তাঁর কথায়, এমন বীরকে সবসময় স্যালুট জানানো উচিত।
এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আর্জেন্টিনার প্রতিনিধিরাও। তাই ফুটবল প্রসঙ্গে মমতা বলেন, তিনি যখন শহরের বিভিন্ন রাস্তার রং নীল-সাদা করছিলেন তখন অনেকেই ভেবেছিলেন তিনি আর্জেন্টিনাকে অনুসরণ করছেন। কিন্তু মমতা বলেন, 'সব রং সবার জন্য। এতে কোনও ভেদাভেদ নেই। তবে সব রং সবার পছন্দ নাই হতে পারে এই যা। এছাড়া আর কোনও ভেদ থাকতে পারে না।' জার্মানি এবং আর্জেন্টিনার প্রতিনিধিদের মমতা এও মনে করিয়ে দেন, বাংলা কতটা ফুটবল পাগল।