শেষ আপডেট: 13th June 2024 21:22
দ্য ওয়াল ব্যুরো: কলকাতা লিগের গ্রুপবিন্যাস হয়ে গেল বৃহস্পতিবার আইএফএ অফিসে ক্লাব প্রতিনিধিদের সামনে। এই বৈঠক পরিচালনা করেছেন আইএফএ সচিব অনির্বাণ দত্ত। ২৫ জুন থেকে শুরু হচ্ছে এবারের কলকাতা লিগ। মোট ২৬টি দলকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। একেকটি গ্রুপে থাকবে ১৩টি দল।
লিগের প্রথম ম্যাচে মাঠে নামবে মহামেডান স্পোর্টিং। তারা নিজেদের মাঠে খেলতে পারে ম্যাচ। যদি তারমধ্যে মাঠ না তৈরি হয়, তা হলে খেলাটি চলে যাবে কিশোরভারতী ক্রীড়াঙ্গনে।
কলকাতা লিগের শেষ ডার্বি ম্যাচ হয়েছিল ২০১৯ সালের ১ সেপ্টেম্বর। তারপর লিগ ম্যাচে ডার্বি হয়নি। শেষবার নৈহাটিতে লিগের ডার্বি ম্যাচ দিয়েছিল আইএফএ। শেষমেশ মোহনবাগান খেলতে না গিয়ে ওয়াকওভার দেয় ইস্টবেঙ্গলকে। এবার অবশ্য গ্রুপ পর্বেই ম্যাচ দেওয়া হয়েছে।
মহামেডান গতবারের চ্যাম্পিয়ন দল। তারা পূর্ণশক্তির দল নামিয়ে সফল হয়েছিল। আই লিগের প্রস্তুতি হিসেবে কলকাতা লিগকে গুরুত্ব দিয়েছিল মহামেডান। এবারও দুই প্রধান জুনিয়র দল খেলাবে। ডার্বি হবে যুবভারতীতে। প্রসঙ্গত, কলকাতা লিগের স্পনসর এবার শ্রাচী গ্রুপ।
লিগের গ্রুপ বিন্যাস:
গ্রুপ এ: মহমেডান স্পোর্টিং, ডায়মন্ড হারবার, বিএসএস, খিদিরপুর, এরিয়ান, কালীঘাট এমএস, সুরুচি সংঘ, আর্মি রেড, মেসার্স ক্লাব, ইউনাইটেড স্পোর্টস, সাদার্ন সমিতি, পাঠচক্র ও উয়াড়ি।
গ্রুপ বি: মোহনবাগান, ইস্টবেঙ্গল, ইস্টার্ন রেল, ভবানীপুর, জর্জ টেলিগ্রাফ, কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশন, ক্যালকাটা কাস্টমস, রেনবো এসি, রেলওয়ে এফসি, পিয়ারলেস, পুলিশ এসি, ক্যালকাটা পুলিশ ও টালিগঞ্জ অগ্রগামী।