মহম্মদ সামির মায়ের সঙ্গে বিরাট
শেষ আপডেট: 10th March 2025 14:20
দ্য ওয়াল ব্যুরো: ট্রফি জিতে বাকিদের সঙ্গে সুনীল গাভাসকারের নেচে ওঠা থেকে গম্ভীরের মুখে শায়েরি। ১২ বছর বাদে চাম্পিয়ন্স ট্রফি হাতে তোলার পর দুবাইয়ের ময়দানে তৈরি হল অসংখ্য স্মরণীয় মুহূর্ত। চার উইকেটে ফাইনাল জয়, তাও এক ওভার বাকি থাকতে। রোহিতদের উল্লাসের যথেষ্ট কারণ মাঠে মজুত ছিল। তবু এসবের ফাঁকে স্মরণীয় দৃষ্টান্ত তৈরি করলেন বিরাট কোহলি। মহম্মদ সামির মা অঞ্জুম আরা-কে দেখার পর তাঁর পা ছুঁয়ে প্রণাম করেন ভারতের তারকা।
এমনিতেই বিরাটের মাঠে ও মাঠের বাইরের ইমেজ নিয়ে যথেষ্ট চর্চা চলে। কেউ কেউ তাঁর আগ্রাসনকে ‘ঔদ্ধত্য’ বলে দেগে দিলেও বিরাটের পরিচিত অনেকের চোখেই তিনি বিনয়ী, নম্র স্বভাবের। যে মেজাজে কোহলি ধরা দিলেন কাল। ট্রফি জিতে গোটা দল তখন উল্লাসে মাতোয়ারা। সেই সময় বিরাটের সঙ্গে সতীর্থ বোলার মহম্মদ সামির মায়ের দেখা হয়। আর কথা বলার ফাঁকে মাথা নুইয়ে তাঁকে প্রণাম করেন তিনি।
এই ঘটনা সম্প্রচারকারী চ্যানেলের সুবাদে ছড়িয়ে পড়ে। সেই থেকে সোশ্যাল মিডিয়ায় প্রণামের ক্লিপিং ভাইরাল হয়। যথারীতি নেটিজেনরা বিরাটের প্রশংসায় মুখর হয়ে ওঠেন। একজন বলেন, ‘ভারতীয় সংস্কৃতিকে ভীষণ ভালবাসি’। অন্য একটি মন্তব্য, ‘এই ধরনের দৃশ্য ট্রফি জেতার চেয়েও মহার্ঘ।‘ আরেকজন ভিডিওটি শেয়ার করে পোস্টে লেখেন, ‘বিরাটের ভাল দিক হচ্ছে, জীবনে সবকিছু অর্জনের পরেও এখনও ও নম্র স্বভাবের।‘
Absolutely love the Indian culture ????❤️
— Richa ( team chai n kishore kumar) ???????? (@Richa31309939) March 10, 2025
Best part of virat is that despite achieving everything in his life, he is still so humble.❤️
— Dr. Aashish Yd (@chinmocho) March 9, 2025
উল্লেখ্য, চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগে বছর ছত্রিশের বিরাট এবং চৌত্রিশের সামির কেউই সেভাবে ছন্দে ছিলেন না। কোহলির ক্ষেত্রে টানা অফ ফর্ম আর সামির সদ্য চোট থেকে ফিরে আসা। বিশেষজ্ঞদের বড় অংশই মনে করেছিলেন, সদ্যসমাপ্ত আইসিসি টুর্নামেন্টেও সেভাবে দাগ কাটতে পারবেন না দুজনের কেউই। কিন্তু একটি সেঞ্চুরি সমেত ভারতের দ্বিতীয় ও টুর্নামেন্টের পঞ্চম সর্বোচ্চ রান সংগ্রাহক হয়ে বিরাট সমালোচকদের ভুল প্রমাণিত করেছেন। অন্যদিকে বাংলাদেশের বিরুদ্ধে ৫ উইকেট এবং সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৩ উইকেট নিয়ে নিন্দুকদের যোগ্য জবাব দিয়েছেন সামি। দিনের শেষে শ্রেয়স, বরুণ এব শুভমানদের মতো উঠতি তারকাদের ভিড়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে নজর কেড়েছেন টিম ইন্ডিয়ার দুই পুরোনো মুখই।