শেষ আপডেট: 23rd August 2024 15:11
দ্য ওয়াল ব্যুরো: নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে পোস্ট করলেন কেএল রাহুল। লিখলেন, 'আমার একটা গুরুত্বপূর্ণ ঘোষণা করার আছে।' তাঁর এই পোস্টে কীসের ইঙ্গিত দিলেন তিনি? তবে কি অবসর ঘোষণা করতে চলেছেন ভারতের তারকা ব্যাটার? প্রশ্ন উঠছে। অনেকে মনে করছেন, তাঁর ঘোষণা ক্রিকেট সম্পর্কিত নাও হতে পারে।
বর্তমান ভারতীয় দলের অন্যতম প্রতিভাবান ক্রিকেটার কেএল রাহুল। সব ফরম্যাটেই সমান পারদর্শী তিনি। প্রয়োজনে উইকেটকিপিংও করেন। গত দু'বছর খুব একটা ভাল পারফরমেন্স দেখা যায়নি তাঁর তরফে। খুইয়েছেন টি-২০ দলের জায়গা। বর্তমানে ছুটিতে রয়েছেন ভারতীয় ক্রিকেটাররা। এই আবহে ইনস্টাগ্রামে তাঁর এমন পোস্ট ভাবাচ্ছে ক্রিকেটপ্রেমীদের।
টি-২০ বিশ্বকাপের দলে ছিলেন না তিনি। বিশ্বকাপ জেতার পর টি-২০ ফরম্যাট থেকে অবসর ঘোষণা করেন রোহিত শর্মা, বিরাট কোহলি, রবীন্দ্র জাদেজার মতো সিনিয়র ক্রিকেটাররা। রাহুলও কি সেই পথেই হাঁটছেন, সময় বলবে। লখনউ সুপার জায়ান্টের অধিনায়ক হিসেবেও তাঁকে আর দেখা যাবে কিনা সেই নিয়েও প্রশ্ন রয়েছে।
আপাতত যা খবর দলীপ ট্রফিতে দেখা যাবে রাহুলকে। শুভমন গিলের নেতৃত্বে ভারতের ‘এ’ দলের হয়ে খেলবেন তিনি। উইকেটকিপারের দৌড়ে এগিয়ে ঋষভ পন্ত। মূলত তাঁর সঙ্গেই দলে থাকার লড়াই রাহুলের। যদি সুযোগ পান, তাহলে ব্যাটার হিসেবেই তিনি সুযোগ পাবেন বলে মনে করা হচ্ছে।