বরুণ চক্রবর্তী
শেষ আপডেট: 21 March 2025 10:08
দ্য ওয়াল ব্যুরো: সাইডস্পিনের বদলে ওভারস্পিনে নিজের ডেলিভারি শানিত করেন। এই কৌশলবদল আরও ধারাল করে তুলেছে বরুণ চক্রবর্তীকে। স্রেফ লেগস্পিন আর গুগলিতেই নিজেকে সীমিত রাখতে নারাজ। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের অন্যতম তারকা বোলার আইপিএলে খেলতে নামার আগে নিজের আস্তিনে জুড়তে চাইছেন আরও কয়েকটি ধারালো অস্ত্র।
ছিলেন স্থপতি। ২৫ বছর বয়সে পেশাদার ক্রিকেটে পুরোদস্তুর আত্মপ্রকাশ। বছর ৩৩-এর বরুণ ক্রিকেটের ময়দানে শিরোনামে এসেছেন দুবাইয়ের ময়দানে চ্যাম্পিয়ন্স ট্রফিতে দেশের জার্সি গায়ে দুর্দান্ত পারফরম্যান্সের পর। প্রথম ম্যাচ খেলতে নামেন নিউজিল্যান্ডের বিরুদ্ধে। গ্রুপের লড়াইয়ের ওই ম্যাচে ৫ উইকেট দখল করেছিলেন তিনি। তারপর আরও দুটি ম্যাচে আরও ৪ উইকেট নিয়ে টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী হন।
‘রহস্য স্পিনার’ হিসেবে ইতিমধ্যে নাম কুড়িয়েছেন বরুণ। আর রহস্য বা ধোঁয়াশাকে জিইয়ে রাখতে গেলে নিজেকে প্রতিনিয়ত ‘আপডেট’ করাটা জরুরি। নয়তো সবকিছু আগাম অনুমান করে নেবে প্রতিপক্ষ ব্যাটসম্যান। এই কারণে নিজের ভাঁড়ারও ঢেলে সাজাতে চাইছেন বরুণ চক্রবর্তী।
আইপিএলে আগামিকাল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে খেলতে নামতে চলেছে কলকাতা নাইট রাইডার্স। ইডেনের মহারণে নাইট বাহিনীর অন্যতম সৈনিক জানালেন এবারের টুর্নামেন্টে তিনি বেশ কিছু নয়া অস্ত্র নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছেন। বরুণ বলেন, ‘আসল বিষয় হচ্ছে ধারাবাহিকতা। আমি বেশ কয়েকটি ডেলিভারি নিয়ে কাজ করছি। আসন্ন ম্যাচগুলিতে, আশা করি, সবকিছু ঠিকঠাক কাজে লাগাতে পারব।‘
এবারের কেকেআর টিম অনেকটাই বদলে গিয়েছে। আগের বার অধিনায়ক ছিলেন শ্রেয়স আইয়ার। এবার হাল ধরবেন অভিজ্ঞ অজিঙ্কা রাহানে। মেন্টরের কুর্সিতে বসেছিলেন গৌতম গম্ভীর। তিনি এখন টিম ইন্ডিয়ার হেড কোচ। এ বছর নাইটদের গুরু কেকেআরের হয়ে একটিও ম্যাচ না খেলা ডোয়েন ব্র্যাভো।
পরিবর্তন সত্ত্বেও দল এবং টিম ম্যানেজমেন্ট নিয়ে যথেষ্ট আশাবাদী বরুণ। বললেন, ‘এবারের দল যথেষ্ট ভাল। আসল বিষয় হচ্ছে সাফল্যের রসায়ন বুঝে একটি ধারাবাহিক প্রথম একাদশ গড়ে তোলা। প্রথম তিন ম্যাচে যদি একটি পাকাপাকি টিম গড়ে ফেলা যায়, তাহলে এই মরশুমে আমাদের ট্রফি জেতার ভাল সম্ভাবনা আছে।‘