শেষ আপডেট: 30 May 2024 15:46
দ্য ওয়াল ব্যুরো: ফুটবল ও ক্রিকেট, দুটি ক্ষেত্রেই এবার কলকাতার জয়জয়কার। ফুটবলে তিনটি সর্বভারতীয় খেতাব পেয়েছে কলকাতার তিন প্রধান ক্লাব। মোহনবাগান জিতেছে আইএসএল, সুপার কাপ জিতেছে ইস্টবেঙ্গল। আর মহামেডানের নামের পাশে আই লিগ।
বাংলা ক্রীড়াক্ষেত্রে এমন ঘটনা দেখা যায়নি সাম্প্রতিককালে। ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়ে সাফল্যের বৃত্ত সম্পূর্ণ করল কেকেআর। তারা এবার আইপিএলে চ্যাম্পিয়ন হয়েছে কলকাতার সম্মান বৃদ্ধি করেছে।
কেকেআর দলে কোনও বাঙালি নেই। কোচ, ক্রিকেটার কিংবা সাপোর্ট স্টাফদের মধ্যেও বাংলার কোনও প্রতিনিধি নেই। তারপরেও সেটিকে বাংলারই দল বলতে হয়, কারণ যেহেতু দলটির নাম কলকাতা নাইট রাইডার্স।
এই নিয়ে বিতর্কও হয়েছিল, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। কর্পোরেট স্তরে এইসব আবেগের কোনও স্থান নেই। কিন্তু কেকেআরের আইপিএল জয়ে বাংলা ক্রিকেটের কোনও উন্নতি হবে না। বরং বাংলা যদি রঞ্জি ট্রফি চ্যাম্পিয়ন হতো, তা হলে সেটি বাংলা ক্রিকেটের পক্ষে ভাল বিজ্ঞাপন হতো।
বৃহস্পতিবার কেকেআর একটি ছবি পোস্ট করেছে, সেখানে দেখা যাচ্ছে, লেখা রয়েছে, সিটি অব চ্যাম্পিয়ন্স। সেই ছবির নিচে মোহনবাগান, ইস্টবেঙ্গল ও মহামেডানের লোগো রয়েছে। পাশে রয়েছে কেকেআরের লোগোও।
Champions' er shohor, amader Kolkata! ???? pic.twitter.com/eQaWt1wKBc
— KolkataKnightRiders (@KKRiders) May 30, 2024
ভারতের প্রাক্তন ফুটবল অধিনায়ক প্রশান্ত বন্দ্যোপাধ্যায়ও বলেছেন, ‘‘ফুটবলের পক্ষে ভাল খবর হতে পারে, কিন্তু আইপিএলে নাইটদের চ্যাম্পিয়নে বাংলা ক্রিকেটের কোনও লাভ হবে না।’’ বাংলার প্রাক্তন অধিনায়ক উৎপল চট্টোপাধ্যায়ও বলছেন, এতে আহ্লাদিত হওয়ার কোনও কারণ নেই। বাংলার ছেলেরা কোথায়? তিন প্রধানেও সেই অর্থে বাংলার ছেলে কমছে। আইপিএল দলে তো আরও নেই। তারপরেও বড় মুখ করে বলতে হবে, চ্যাম্পিয়নদের শহর!