শেষ আপডেট: 19th February 2024 15:37
দ্য ওয়াল ব্যুরো: কয়েকটা দিনের মধ্যে জীবন কতটা বদলে যেতে পারে সরফরাজ খানের! এই সেদিনও তাঁর বাবা নওশাদ খান জানিয়েছিলেন, আমার ছেলে জাতীয় দলের জন্য যোগ্য, কিন্তু কোনও কারণে সুযোগ পাচ্ছেন না।
সরফরাজ নিজেও বিতর্কিত ক্রিকেটার ছিলেন। তিনিও দুমদাম নির্বাচকদের আক্রমণ করেছেন নানা হতাশায়। বলেছিলেন, ভারতে ভাল খেলার কোনও দাম নেই। নির্বাচকরা এখানে চোখ বন্ধ করে থাকেন!
সেই লড়াই করে উঠে আসা ক্রিকেটার জীবনের অভিষেক টেস্টে দাগ কেটেছেন। দলের অধিনায়ক রোহিত শর্মা থেকে শুরু করে কোচ রাহুল দ্রাবিড়ও আস্থা দেখিয়েছেন সরফরাজের প্রতি। তাঁর ব্যাটিং টেকনিক ও সাহসের প্রশংসা করেছেন দেশের নামী প্রাক্তনরাও। গতবার সরফরাজ আইপিএলেও ডাক পাননি। এবার তাঁকে নিতে চাইছে ফ্রাঞ্চাইজিগুলি। কেকেআরের মালিক শাহরুখ খানের ভাল লেগেছে সরফরাজের মানসিকতা।
বিশ্বস্তসূত্রে খবর, কিং খান দলের মেন্টর গৌতম গম্ভীরকে বলেছেন সরফরাজের সঙ্গে কথা বলার জন্য। সেরকম হলে এবার কলকাতার মাঠে দেখা যেতে পারে মুম্বইয়ের উঠতি তারকাকে।
ক্রিকেট মহলের খবর, কোহলির বেঙ্গালুরুও নিতে পারে সরফরাজকে। কারণ তাদের দল থেকেই আইপিএলে অভিষেক ঘটেছিল এই স্টাইলিশ ব্যাটারের। এমনকী ধোনির চেন্নাই সুপার কিংসও চাইছে ২৪ বছরের তরুণ ক্রিকেটারকে। যিনি প্রয়োজনে ব্যাটিংয়ে ঝড় বইয়ে দিতে পারেন।
মাত্র ১৭ বছর বয়সে আইপিএলে অভিষেক ঘটেছিল আরসিবি-র হয়ে। তারপর সরফরাজ খেলেছেন প্রীতি জিন্টার কিংস পাঞ্জাবেও। শেষে ছিলেন দিল্লি ক্যাপিটালসে। তারা রিলিজ করে দিতে এবার এখনও দল পাননি বিদ্রোহী ক্রিকেটার।