শেষ আপডেট: 25th March 2025 23:04
দ্য ওয়াল ব্যুরো: আইপিএল ২০২৫-এ নিজেদের প্রথম ম্যাচে ঘরের মাঠে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (RCB) বিরুদ্ধে লজ্জাজনক হার কেকেআরের আত্মবিশ্বাসে ধাক্কা দিয়েছে। অধিনায়ক অজিঙ্ক রাহানে এবং সুনীল নারিন ছাড়া কেউই নজরকাড়া পারফরম্যান্স করতে পারেননি। এবার ২৬ মার্চ, বুধবার দ্বিতীয় ম্যাচে রাজস্থান রয়্যালসের (RR) মুখোমুখি হবে নাইটরা। প্রথম ম্যাচের হার ভুলে জয় ছিনিয়ে আনতে মরিয়া ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।
কিন্তু প্রথম ম্যাচের ব্যর্থতার পর কেকেআরের ব্যাটিং-বোলিং বিভাগ নিয়ে উঠছে নানা প্রশ্ন। দলে কী পরিবর্তন হতে পারে, সেই নিয়ে জল্পনা তুঙ্গে। নাইট শিবির কি একাদশে বড়সড় কোনও চমক দিতে চলেছে? কোচ ব্র্যাভোর কৌশলে নতুন কোনও চমক থাকছে কি না, সেটাই দেখার।
বিশেষজ্ঞদের মতে, দলে অন্তত একটি পরিবর্তন হতে পারে। বিশেষ করে পেস আক্রমণে ভারসাম্য আনতে পরিবর্তনের সম্ভাবনা প্রবল। তবে রাজস্থানের বিরুদ্ধে চূড়ান্ত একাদশ কী হবে, তা নিয়ে এখনই নিশ্চিত হওয়া যাচ্ছে না।
সম্ভাব্য একাদশ:
- উইকেটকিপার-ব্যাটসম্যান: কুইন্টন ডি কক / রহমানউল্লাহ গুরবাজ
- টপ অর্ডার: সুনীল নারিন, অজিঙ্কে রাহানে, আংক্রিশ রঘুবংশী
- মিডল অর্ডার: ভেঙ্কটেশ আইয়ার, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, রমনদীপ সিং
- বোলারস: আনরিখ নকিয়া / রভম্যান পাওয়েল, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী
- ইমপ্যাক্ট প্লেয়ার: বৈভব অরোরা
রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে কেকেআরের একাদশে নতুন চমক দেখা যাবে কি না, তা জানতে মুখিয়ে আছেন সমর্থকরা!