Date : 10th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
সদ্যোজাতকে মৃত ঘোষণা করেন চিকিৎসক, কবর দেওয়ার ঠিক আগেই কেঁদে উঠল শিশু, চাঞ্চল্য মহারাষ্ট্রেকেরলে কংগ্রেস জিতলে শশী তারুর ‘বেশি পছন্দের’ মুখ্যমন্ত্রী? বলছে সমীক্ষানবান্নে মমতা-ওমর বৈঠক, কাশ্মীরকে ঘিরে ‘ভালবাসা আর নিরাপত্তার’ বার্তা, দুর্গাপুজোয় আমন্ত্রণমতি নন্দীর ছোটগল্প আসলে মধ্যবিত্ত কেরানি চরিত্র ও তাদের বিবর্ণ জীবনের স্ফটিকস্বচ্ছ আয়নাসরকারি চাকরির নিয়োগে বড্ড দেরি, ৩০ দিনের মধ্যে পুলিশি যাচাই-সহ বাকি পরীক্ষার নির্দেশ নবান্নরবিজেপি নেত্রীর সঙ্গে রাতে গজলডোবায় হাওয়া খেতে গিয়েছিলেন তৃণমূল নেতা, ভাইরাল ভিডিওদিনের পর দিন ব্রেকফাস্টে ফাঁকি! এই ৫ অভ্যাস সময়ের আগেই ব্রেনের বয়স বাড়িয়ে দিচ্ছে, জানেন কি?'চিরসখা'য় একই বাড়িতে দুই সতীনের বাস, রান্না জমাতে প্রিয় ফোড়ন দিলেন লীনারুমকি-ঝুমকির জুটির আর নেই! প্রয়াত ঝুমকি রায়, শোকস্তব্ধ দেবশ্রীমেয়ের ইনসুলিনের টাকা ছিল না, ফেসবুক লাইভে কাঁদতে কাঁদতে নিজের মাথায় গুলি চালালেন হতভাগ্য বাবা
KKR Celebration in Kolkata

ইডেনে কি কেকেআরের বিজয়োৎসব হবে? কী বলছেন কোচ থেকে ক্রিকেটাররা

দলের অনেক ক্রিকেটারই বলছেন, সবাই ট্রফি নিয়ে কলকাতায় ফিরতে চায়। কিন্তু ভাঙা দল নিয়ে উৎসব হলে সেই আনন্দ হবে না।

ইডেনে কি কেকেআরের বিজয়োৎসব হবে? কী বলছেন কোচ থেকে ক্রিকেটাররা

চেন্নাইয়ে চ্যাম্পিয়ন হওয়ার পরে কেকেআর দল।

শেষ আপডেট: 28 May 2024 10:40

দ্য ওয়াল ব্যুরো: ইডেন গার্ডেন্সে ১০ বছর আগের স্মৃতি কি ফিরবে? যেবার নাইট রাইডার্স আইপিএলে চ্যাম্পিয়ন হওয়ার পরে জমজমাট খেতাবের বিজয়োৎসব হয়েছিল, কাতারে কাতারে মানুষ ভিড় করেছিলেন ইডেনে। সেই অনুষ্ঠানে হাজির ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। ভ্যাপসা গরমের মধ্যেও আনন্দে ভেসে গিয়েছিল পুরো নাইট দল।

এবারও কি হবে সেই উৎসব? সপ্তদশ আইপিএলের আসরে কেকেআরের জয়যাত্রা আরও বর্ণময়। তারা মোট ১৬টি ম্যাচের মধ্যে মাত্র তিনটিতে হেরেছে। ব্যাটে-বলে-ফিল্ডিংয়ে বর্তমান নাইট দলের ক্রিকেটারদের পারফরম্যান্স বেশ নজরকাড়া। এবার ইডেনে পুরো দল ট্রফি নিয়ে হাজির থাকলে আনন্দ আরও বেশি হতো, অনুমান ক্রিকেট মহলের। কিন্তু সব ক্রিকেটারদের এতটাই ঠাসা সূচি যে তাঁরা উৎসবের আর সুযোগ পাবেন না। কারণ কেকেআরের দলের অনেক ক্রিকেটারই জয়ের পরেরদিনই আমেরিকার উদ্দেশে রওনা দিয়েছেন। সেই তালিকায় যেমন রিঙ্কু সিং রয়েছেন, তেমনি রয়েছেন ২৫ কোটির পেসার ফাইনালের নায়ক মিচেল স্টার্ক, রাসেলরাও।

দলের অনেক ক্রিকেটারই বলছেন, সবাই ট্রফি নিয়ে কলকাতায় ফিরতে চায়। কিন্তু ভাঙা দল নিয়ে উৎসব হলে সেই আনন্দ হবে না। এমনিতেই ফাইনাল ম্যাচের আগেই ইংল্যান্ড দলের সঙ্গে যোগ দিয়েছেন ফিল সল্ট। নাইট কোচ চন্দ্রকান্ত পণ্ডিতও সর্বভারতীয় মিডিয়াকে জানিয়েছেন, উৎসবের আগে তো বিশ্বকাপ, সেটাই সকলের লক্ষ্য, তাই এই সময় ট্রফি নিয়ে কলকাতায় অনুষ্ঠান করা যাবে না।

শাহরুখ খানের কোম্পানি রেড চিলিজের পক্ষ থেকে আগে পরিকল্পনা করা হয়েছিল, ইডেনে যাওয়া হবে ২৭ মে-তেই, কিন্তু রেমাল ঘূর্ণিঝড়ের প্রভাবে সব লন্ডভন্ড হয়ে গিয়েছিল। তাই ওই পরিকল্পনাও ভেস্তে গিয়েছে। চেন্নাইতে ফাইনালে হাজির ছিলেন সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায় ও সচিব নরেশ ওঝা। তাঁরাও এই নিয়ে দলের মালিক শাহরুখের সঙ্গে আলোচনা সারেন। কিং খান ম্যাচের পরেই বলেছিলেন, দলের সব ক্রিকেটারদের না থাকার কথা। তাই এবারের মতো কলকাতায় কেকেআরের সেই জমাটি উৎসব হচ্ছে না।    


ভিডিও স্টোরি