চেন্নাইয়ে চ্যাম্পিয়ন হওয়ার পরে কেকেআর দল।
শেষ আপডেট: 28 May 2024 10:40
দ্য ওয়াল ব্যুরো: ইডেন গার্ডেন্সে ১০ বছর আগের স্মৃতি কি ফিরবে? যেবার নাইট রাইডার্স আইপিএলে চ্যাম্পিয়ন হওয়ার পরে জমজমাট খেতাবের বিজয়োৎসব হয়েছিল, কাতারে কাতারে মানুষ ভিড় করেছিলেন ইডেনে। সেই অনুষ্ঠানে হাজির ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। ভ্যাপসা গরমের মধ্যেও আনন্দে ভেসে গিয়েছিল পুরো নাইট দল।
এবারও কি হবে সেই উৎসব? সপ্তদশ আইপিএলের আসরে কেকেআরের জয়যাত্রা আরও বর্ণময়। তারা মোট ১৬টি ম্যাচের মধ্যে মাত্র তিনটিতে হেরেছে। ব্যাটে-বলে-ফিল্ডিংয়ে বর্তমান নাইট দলের ক্রিকেটারদের পারফরম্যান্স বেশ নজরকাড়া। এবার ইডেনে পুরো দল ট্রফি নিয়ে হাজির থাকলে আনন্দ আরও বেশি হতো, অনুমান ক্রিকেট মহলের। কিন্তু সব ক্রিকেটারদের এতটাই ঠাসা সূচি যে তাঁরা উৎসবের আর সুযোগ পাবেন না। কারণ কেকেআরের দলের অনেক ক্রিকেটারই জয়ের পরেরদিনই আমেরিকার উদ্দেশে রওনা দিয়েছেন। সেই তালিকায় যেমন রিঙ্কু সিং রয়েছেন, তেমনি রয়েছেন ২৫ কোটির পেসার ফাইনালের নায়ক মিচেল স্টার্ক, রাসেলরাও।
দলের অনেক ক্রিকেটারই বলছেন, সবাই ট্রফি নিয়ে কলকাতায় ফিরতে চায়। কিন্তু ভাঙা দল নিয়ে উৎসব হলে সেই আনন্দ হবে না। এমনিতেই ফাইনাল ম্যাচের আগেই ইংল্যান্ড দলের সঙ্গে যোগ দিয়েছেন ফিল সল্ট। নাইট কোচ চন্দ্রকান্ত পণ্ডিতও সর্বভারতীয় মিডিয়াকে জানিয়েছেন, উৎসবের আগে তো বিশ্বকাপ, সেটাই সকলের লক্ষ্য, তাই এই সময় ট্রফি নিয়ে কলকাতায় অনুষ্ঠান করা যাবে না।
শাহরুখ খানের কোম্পানি রেড চিলিজের পক্ষ থেকে আগে পরিকল্পনা করা হয়েছিল, ইডেনে যাওয়া হবে ২৭ মে-তেই, কিন্তু রেমাল ঘূর্ণিঝড়ের প্রভাবে সব লন্ডভন্ড হয়ে গিয়েছিল। তাই ওই পরিকল্পনাও ভেস্তে গিয়েছে। চেন্নাইতে ফাইনালে হাজির ছিলেন সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায় ও সচিব নরেশ ওঝা। তাঁরাও এই নিয়ে দলের মালিক শাহরুখের সঙ্গে আলোচনা সারেন। কিং খান ম্যাচের পরেই বলেছিলেন, দলের সব ক্রিকেটারদের না থাকার কথা। তাই এবারের মতো কলকাতায় কেকেআরের সেই জমাটি উৎসব হচ্ছে না।