Latest News

KKR IPL: টিকে থাকার লড়াইয়ে নামছে শাহরুখের দল, হারলেই বিদায় নাইটদের

দ্য ওয়াল ব্যুরো: মরণবাঁচন ম্যাচ, হারলে টিকে থাকবে, তাও একটা সম্ভাবনা থাকবে প্লে অফে (KKR IPL) যাওয়ার। হারলে পত্রপাঠ বিদায় হবে শাহরুখের (KKR) দলের। সেই কারণেই শনিবার হায়দরাবাদের (Hyderabad) বিপক্ষে ম্যাচ নাইটদের কাছে অগ্নিপরীক্ষা।

কলকাতা নাইট রাইডার্সের পিঠ একেবারে দেওয়ালে ঠেকে আছে। তারা এরই মধ্যে ১২টি ম্যাচ খেলে ফেলেছে। ১২ ম্যাচে ১০ পয়েন্ট পেয়েছে। অন্যদিকে সানরাইজার্স হায়দরাবাদের পয়েন্টও ১০। তবে তারা ম্যাচ খেলেছে ১১টি। কিছুটা সুবিধেজনক জায়গায় চারমিনার সিটির দল।

Ambati Rayudu: আইপিএল থেকে অবসর রায়াডুর, টুইট করেই মুছে দিলেন চেন্নাই তারকা!

আজকের ম্যাচ শেষ হলে হায়দরাবাদের ম্যাচ বাকি থাকবে ২টি। কেকেআরের ম্যাচ বাকি থাকবে ১টি। কেকেআর জিতলে তাদের পয়েন্ট হবে ১২। শেষ ম্যাচটিতেও তাদের প্লে-অফে যাওয়ার সুযোগ থাকবে। কিন্তু হেরে গেলে, বিদায় নিশ্চিত হয়ে যাবে। কারণ, শেষ ম্যাচটি জিতলেও তাদের আর কোনও লাভ হবে না।

অন্যদিকে হায়দরাবাদ হেরে গেলে, তাদের ম্যাচ বাকি থাকবে আরও দুটি এবং সেই দুই ম্যাচে জিততে পারলেও প্লে-অফে যাওয়ার সুযোগ থাকবে। যদিও, কেকেআরের কাছে হারলে অঙ্কটা কঠিন হয়ে যাবে নবারের শহরের। মাঠে থাকতে পারেন বাদশা কিং খান শাহরুখ, তিনি জানেন হারলে সব শেষ, তাই মাঠে এসে ক্রিকেটারদের উদীপ্ত করতে পারেন।

৫ ম্যাচ জয়ের পর টানা চার ম্যাচ হেরেছে সানরাইজার্স হায়দরাবাদ। তারওপর তাদের দুটি গুরুত্বপূর্ণ খেলোয়াড় চোটের কবলে, টি নটরাজন এবং ওয়াশিংটন সুন্দর। এমন পরিস্থিতিতে হায়দরাবাদের জন্যও ম্যাচটি কঠিন।

কেকেআরের প্রধান সমস্যা দলের প্রথম একাদশ গঠন। কাকে রাখবে, কাকে বাদ দেবে, বুঝে উঠতে উঠতেই টুর্নামেন্ট শেষের পথে। তার মধ্যে প্যাট কামিন্স চোটের কারণে ছিটকে গিয়েছেন, তাঁর বিকল্প খোঁজাও কঠিন শ্রেয়স আইয়ারদের কাছে।

You might also like