Date : 10th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
পিএসজির চার তোপে পুড়ে ছাই রিয়াল মাদ্রিদ! ক্লাব বিশ্বকাপের ফাইনালে এনরিকে বাহিনী'আমি নোবেল পাওয়ার যোগ্য', দাবি কেজরিওয়ালের! বিজেপি বলছে, এর থেকে হাস্যকর কিছু হয় নাস্বাধীনতা সংগ্রামীরা ‘সন্ত্রাসবাদী’! বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের প্রশ্নপত্র ঘিরে বিতর্কগুজরাত সেতু বিপর্যয়: ১ ঘণ্টা ধরে চিৎকার করেছিলেন, নিজে বাঁচলেও স্বামী-সন্তান হারালেন মহিলাপচা খাবার, অস্বাস্থ্যকর পরিবেশ! শিব সেনা বিধায়কের মারধরের পর লাইসেন্স বাতিল ক্যান্টিনের'মমতার নামে দুর্নীতির মামলা নেই,' দিল্লিতে বৈঠক সেরে সাংবাদিকদের প্রশ্নে বললেন দিলীপহাসিনাকে নিয়ে বিবিসি'র রিপোর্ট অসত্য, বিকৃত, এআই দিয়ে তৈরি, দাবি আওয়ামী লিগেরগুজরাতে সেতু ভেঙে নদীতে পড়ল গাড়ি, মৃত বেড়ে ১১, শোকপ্রকাশ ইউনুসের'২১ জুলাই এখন শহিদ দিবস নয়, হয়ে উঠেছে পিকনিক দিবস,' কটাক্ষ অধীর চৌধুরীর২ বাংলায় কি একই সময় ভোট? বাংলাদেশের প্রধান উপদেষ্টার কথায় জল্পনা, ভালমন্দ নিয়ে চর্চা শুরু
9 Captains In KKR Since IPL's Start

আইপিএল শুরুর পর ৯ অধিনায়ক পেয়েছে কেকেআর, সবচেয়ে সফল ও সবচেয়ে ব্যর্থ কে?

কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) ইতিহাস জুড়ে একাধিক অধিনায়ক নেতৃত্ব দিয়েছেন, কেউ সফল হয়েছেন, কেউ তেমন ছাপ ফেলতে পারেননি।

আইপিএল শুরুর পর ৯ অধিনায়ক পেয়েছে কেকেআর, সবচেয়ে সফল ও সবচেয়ে ব্যর্থ কে?

ফাইল চিত্র

শেষ আপডেট: 22 March 2025 18:21

দ্য ওয়াল ব্যুরো: কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) ইতিহাস জুড়ে একাধিক অধিনায়ক নেতৃত্ব দিয়েছেন, কেউ সফল হয়েছেন, কেউ তেমন ছাপ ফেলতে পারেননি। দলটির প্রথম অধিনায়ক ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়, যিনি ২০০৮-২০১০ পর্যন্ত ২৭টি ম্যাচে নেতৃত্ব দিয়ে ১৩টি জয় ও ১৪টি পরাজয় দেখেছেন।  

তবে কেকেআরের ইতিহাসে সবচেয়ে ব্যর্থ অধিনায়ক হিসেবে নাম উঠে আসে ব্রেন্ডন ম্যাকালামের। ২০০৯ সালে তাঁর নেতৃত্বে ১৩টি ম্যাচে কেবল ৩টি জয় পেয়েছিল দল, ৯টি ম্যাচে হেরেছিল, আর একটি ম্যাচ টাই হয়েছিল। ২০১১ সালে নেতৃত্বের দায়িত্ব পান গৌতম গম্ভীর, যিনি কেকেআরকে নতুন উচ্চতায় নিয়ে যান। 

২০১৭ পর্যন্ত সাত বছর দলের অধিনায়কত্ব করেন তিনি। তাঁর অধীনেই ২০১২ ও ২০১৪ সালে চ্যাম্পিয়ন হয় নাইট রাইডার্স। ১২২টি ম্যাচে নেতৃত্ব দিয়ে ৬৯টি ম্যাচে জয় পান গম্ভীর, যা কেকেআরের ইতিহাসে এখনো সর্বোচ্চ সাফল্য। সংক্ষিপ্ত সময়ের জন্য জ্যাক কালিসও ২০১১ সালে অধিনায়কত্ব করেন, যদিও মাত্র ২টি ম্যাচে— ১টি জয় ও ১টি হার। 

এরপর ২০১৮-২০২০ পর্যন্ত দীনেশ কার্তিক নেতৃত্ব দেন, ৩৭ ম্যাচে ১৯ জয় ও ১৭টি হার নিয়ে দল পরিচালনা করেন তিনি। ২০২০-২০২১ মরশুমে অধিনায়কত্ব করেন অইন মর্গ্যান, যিনি ২৪টি ম্যাচে নেতৃত্ব দিয়ে ১১টি জয় ও ১২টি পরাজয় দেখেন। ২০২৩ সালে শ্রেয়স আইয়ার চোট পাওয়ায় নীতীশ রানা অধিনায়ক হন, ১৪ ম্যাচে ৬টি জেতেন তিনি।  

২০২২-২০২৪ পর্যন্ত কেকেআরের অধিনায়ক ছিলেন শ্রেয়স আইয়ার। যদিও ২০২৩ সালে চোটের কারণে খেলতে পারেননি, তবে ২৯ ম্যাচে নেতৃত্ব দিয়ে ১৭টি জয় ও ১১টি হার নিয়ে কেকেআরকে ২০২৪ আইপিএল ট্রফি এনে দেন তিনি। এবার ২০২৫ আইপিএলের জন্য নাইট রাইডার্সের নেতৃত্বভার অজিঙ্ক রাহানের হাতে। প্রথম ম্যাচেই হেরে সফর শুরু করেছেন। কেকেআর কি টানা দ্বিতীয়বার ট্রফি জিততে পারবে? সেটাই এখন বড় প্রশ্ন।


ভিডিও স্টোরি