শেষ আপডেট: 13th April 2025 15:07
দ্য ওয়াল ব্যুরো: আইপিএলের পয়েন্ট তালিকায় সবশেষে থাকতেই পারে চেন্নাই সুপার কিংস। কিন্তু দুর্বল ব্যাটিং পারফরম্যান্সের সূত্রে পরিবেশ সচেতনতা বাড়াতে সবার আগে নিজেদের মেলে ধরেছে তারা। টুর্নামেন্টে সবচেয়ে বেশি ডট বল খেলেছেন ধোনিরা। আর সেই সুবাদে বিসিসিআইয়ের নির্দেশ মোতাবেক সর্বাধিক গাছের চারাও লাগাতে হয়েছে তাঁদের।
এই হিসেব সরকারিভাবে বোর্ডের তরফে দেওয়া হলে অসুবিধে ছিল না। কিন্তু সম্প্রতি একদা দুর্ভেদ্য গড়, ঘরের মাঠ চিপকে চেন্নাইকে হারানোর পর কাটা ঘায়ে নুনের ছিটে দিয়ে কলকাতা নাইট রাইডার্স সরাসরি না হলেও আড়ালে এই তথ্যের প্রসঙ্গ টেনে বিঁধেছে সিএসকে-কে। ‘পরিবেশ-বান্ধব’ রসিকতাকে ঘিরে সরগরম সোশ্যাল মিডিয়া।
বিষয়টা হচ্ছে, চলতি আইপিএল সিজনে বিসিসিআই নির্দেশ জারি করে: সমস্ত দলকে পরিবেশ বাঁচাতে এগিয়ে আসতে হবে। লাগাতে হবে চারাগাছ। সেটাও নিজেদের ইচ্ছেমতো নয়৷ প্রতিটি ডট বলের সাপেক্ষে ১৮ টি করে চারা পুঁততে হবে। বেশি-কম হওয়া চলবে না৷
হিসেব অনুযায়ী, চেন্নাই এখনও পর্যন্ত ২৪৫ ডট বল খেলছে এবং সেই সুবাদে তাদের ৪ হাজার ৪১০ খানা গাছ লাগানোর কথা। ২৪৫-র মধ্যে চলতি সপ্তাহে কেকেআর ম্যাচেই ৬১টি ডট বল খেলেছে সিএসকে৷ আর এই বিষয়টিকে বিঁধেই কেকেআর সমাজমাধ্যম এক্স (আগে টুইটার)-এ লিখেছে, ‘৬১টি ডট বল, ১০৯৮ টি গাছ লাগানো হল।'
61 dots bowled, 1098 trees planted ???? pic.twitter.com/US2pPrl0Ls
— KolkataKnightRiders (@KKRiders) April 13, 2025
মজার বিষয় বল নষ্টের এই তালিকায় কেকেআরও চেন্নাইয়ের চেয়ে খুব একটা পিছিয়ে নেই৷ পরের নামটিই তাদের। রয়েছে দু'নম্বরে। দশটি টিমের মধ্যে, যারা ছ'টি ম্যাচে নেমেছে, গুজরাত টাইটানস খেলেছে সবচেয়ে কম ডট বল (১৯৭)।