শেষ আপডেট: 23rd March 2024 14:02
দ্য ওয়াল ব্যুরো: শহরে বেজে গেল আইপিএলের দামামা। ইডেনে আবার সেই পরিচিত শব্দব্রহ্ম, সেই পরিচিত বেগুনি জার্সির ঝড়!
অধিনায়ক শ্রেয়স আইয়ারের নেতৃত্বে আজ কলকাতা নাইট রাইডার্স নামছে তাদের প্রথম ম্যাচে, উল্টোদিকে সানরাইজার্স হায়দরাবাদ। ইতিমধ্যেই প্রায় চল্লিশ হাজারের কাছাকাছি টিকিট বিকিয়ে গিয়েছে, মহমেডান স্পোর্টিং ক্লাবের সামনে তুমুল হট্টগোল, বিকেলে জনজোয়ার ঠেকাতে একাধিক পরিকল্পনা হাতে রেখেছে কলকাতা পুলিশ। দুই অধিনায়কের কাছেই আজকের ম্যাচ অনেক কিছু প্রমাণ করার। হায়দরাবাদের নেতৃত্বে থাকা প্যাট কামিন্স কলকাতারই 'প্রাক্তনী'। অন্যদিকে শ্রেয়সের কনট্র্যাক্ট নিয়ে বিস্তর জলঘোলা হয়েছে, চোট আঘাতেও ভুগেছেন, সম্প্রতি তাঁকে ছাড়পত্র দিয়েছেন ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমির চিকিৎসকরা। শ্রেয়স যদিও সাফ জানিয়েছেন, এসব অতীত। 'খুব বেশি অতীত বা খুব দূরের ভবিষ্যৎ নিয়ে ভাবলে কাজ হয় না। আমার হাতে এই মুহূর্তে যা আছে, সেই নিয়েই ভাবতে চাই। চোট নিয়েও ডাক্তার কী বলেছেন, মাথায় রাখছি না। এসব নিয়ে বেশি ভাবলে মাঠে নিজের সেরাটা দেওয়ায় প্রভাব পড়ে', এক সাক্ষাৎকারে বললেন কেকেআর অধিনায়ক।
আজ শনিবার বিকেল চারটে থেকেই ইডেন ও ময়দান সংলগ্ন এলাকায় যান-চলাচল নিয়ন্ত্রণ করবে পুলিশ। ভক্তরা যাতে ঠিকমত পৌঁছতে পারেন এবং তার সঙ্গে সমস্ত রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে থাকছে বিশেষ ব্যারিকেড। ঢুকতে দেওয়া হবে না মালবাহী বা যে কোনও রকম ভারি পণ্যবাহী গাড়ি। পুলিশের নির্দেশিকায় জানানো হয়েছে, অকল্যান্ড রোড (ক্ষুদিরাম বোস সরণী), নর্থব্রুক অ্যাভিনিউ ও গোষ্ঠ পাল সরণীতে আজ বিকেল চারটে থেকে রাত একটা অবধি যান চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। রেড রোড, ওল্ড কোর্ট হাউস স্ট্রিট, রানি রাসমণি অ্যাভিনিউ, গুরু নানক স্ট্রিট, ডাফরিন রোড ও মেয়ো রোডের দু'পাশে পার্কিং পুরোপুরিভাবে নিষিদ্ধ থাকবে।
কলকাতার এবারের ভরসা, তাদের নতুন মেন্টর, আইপিএলজয়ী প্রাক্তন অধিনায়ক গৌতম গম্ভীর। ইতিমধ্যেই নেটে গম্ভীর নেমে পড়েছেন অস্ত্রদের ঘষামাজা করতে। গতবার আন্দ্রে রাসেল তেমন সুবিধে করতে পারেননি। সুনীল নারাইনের ধারেও জঙ ধরেছে। শ্রেয়সের ফিটনেসের পাশাপাশি এগুলো কেকেআর ম্যানেজমেন্টকে ভাবাচ্ছে। কিন্তু এই মুহূর্তে কেকেআরের ধুন্ধুমার ব্যাটিং লাইন-আপে ভরসা রিঙ্কু সিংহ, ফিল সল্ট ও রহমানুল্লাহ গুরবাজ। রহস্য স্পিনারদের তালিকাতেও থাকছেন বরুণ চক্রবর্তী ও সূয়শ শর্মা। অবশ্য চৈত্রের সন্ধ্যেয় ইডেনের উইকেট কতটা স্পিন-সহায়ক হবে, বল না পড়লে বোঝা মুশকিল। ভক্তদের একটাই প্রার্থনা। বাকি সব কিছু কাজে না এলেও, কলকাতার শীত-গ্রীষ্ম-বর্ষার ভরসা রিঙ্কু সিংহ ঠিকই কাঁপিয়ে দেবেন!
হায়দরাবাদের অস্ত্রাগারেও যদিও অনেক কিছু ভাবনার রয়েছে। গোলকোন্ডার শহরের আইপিএল বাহিনীর ওপেনেই থাকছেন মায়াঙ্ক আগরওয়াল, ট্রেভিস হেড, এইডেন মার্ক্রামের মত তারকারা। বলে প্যাট কামিন্সের পাশাপাশি উমরান মালিক, ভুবনেশ্বর কুমাররা আছেন। অধিনায়ক কামিন্স ইডেনের উইকেট হাতের তালুর মতই চেনেন। ফলে দেশে এই মুহূর্তে যতই লোকসভা নির্বাচন, অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারি বা বঙ্গে ভোট উন্মাদনা থাক, আজ সন্ধ্যে সাড়ে সাতটার সময় সবার নজর থাকবে ক্রিকেটের নন্দনকাননেই।