মোহনবাগানের হয়ে কিয়ানের হ্যাটট্রিক করার সেই মুহূর্ত।
শেষ আপডেট: 23 May 2024 14:52
দ্য ওয়াল ব্যুরো: রাগে, অভিমানে মোহনবাগানের সংসার ছাড়লেন কিয়ান নাসিরি। তরুণ এই প্রতিভা বড় ম্যাচে দু’বার গোল করে দলকে জিতিয়েছিলেন। কিয়ান হলেন ময়দানের নামী প্রাক্তন বিদেশি তারকা জামশেদ নাসিরির পুত্র। তিনি মোহনবাগানের জুনিয়র অ্যাকাডেমি থেকে উঠে এসেছিলেন।
সবুজ মেরুনের আগের কোচ জুয়ান ফেরান্দো তাঁকে ব্যবহার করলেও হাবাসের আমলে কিয়ান সুযোগ পাননি। তাঁকে কয়েকটি ম্যাচে পরিবর্ত হিসেবে নামানো হয়েছিল। তিনি তারমধ্যেও ভাল খেলেছিলেন।
কিয়ানের মধ্যে একটা অভিমান ছিল, তিনি ফর্ম ধরে রাখলেও মোহনবাগানের প্রথম একাদশে সুযোগ পাননি। তাঁকে বসিয়ে হাবাস দলে রেখেছেন লিস্টন ও মনবীর সিংকে।
কিয়ান যোগ দিলেন চেন্নাইয়িন এফসি-তে তিন বছরের চুক্তিতে। তিনি এক বার্তায় জানিয়েছেন, মোহনবাগান সমর্থকদের ভালবাসা তিনি ভুলবেন না। তিনি তাঁদের কাছে সেই ছোটই থাকবেন। আগামী দিনে যদি বড় ফুটবলারও হন, সবুজ মেরুন সমর্থকদের ভুলবেন না, সেটি কথা দিয়েছেন ২০ বছরের তরুণ।
কিয়ান নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, ‘‘পাঁচটি অসাধারণ বছর মরশুম কাটানোর পরে অবশেষে বিদায় জানাচ্ছি। অনূর্ধ্ব ১৯ দল থেকে আই লিগ, এরপর আইএসএলে মোহনবাগানে অভিষেকে পথটা খুব সুন্দর ছিল। মাঠে এবং মাঠের বাইরে বিভিন্ন মূহূর্ত, বিভিন্ন অভিজ্ঞতা আমায় তৈরি হতে সাহায্য করেছে। ড্রেসিংরুমে সতীর্থদের সঙ্গে সময় কাটানো, বড়দের পরামর্শ, এগুলি স্মৃতিতে থেকে যাবে। শুধু তাই নয়, যুবভারতীতে মোহনবাগান সমর্থকদের চিৎকার, উৎসাহ দেওয়াও মনে থেকে যাবে চিরকাল। আমি কলকাতার বন্ধুদের মিস করব।’’
এদিকে, মোহনবাগানের হামতেও কেরালা ব্লাস্টার্স দলে যোগ দিলেন। তিনিও কিয়ানের মতো সুযোগ পাননি ম্যাচে। তাই প্রথম দলে সুযোগ পাবেন, সেই প্রতিশ্রুতি পেয়েই কেরল দলে যোগ দিয়েছেন।