শেষ আপডেট: 3rd February 2023 09:32
দ্য ওয়াল ব্যুরো: মাঠের ডানদিক থেকে সেন্টারে ছোট্ট পাস দেয় তারই সতীর্থ। সেই পাস ধরে গোলের দিকে 'ব্যাক হিল' শট নেয় সে। হাওয়ায় ভাসতে ভাসতে গোলকিপারকে মাটি ধরিয়ে বল সোজা জড়িয়ে যায় জালে। না এটা কোনও আন্তর্জাতিক ফুটবলের দৃশ্য নয়। কেরলের এক স্কুল ফুটবল (Kerala School Football) ম্যাচে এমন গোল করেই তাক লাগিয়ে দিল কেরলের ক্লাস সিক্সের আনশিদ।
সোশ্যাল মিডিয়ায় এখন ঝড় তুলেছে (Viral Video) আনশিদ। এমনকী আইএসএল নিজেদের সোশ্যাল মিডিয়া সাইটে এই গোলের ভিডিও আপলোড করেছে। জানা গেছে আনশিদ কেরলের মালাপ্পুরামের বাসিন্দা। অনূর্ধ্ব-১২ স্কুল টুর্নামেন্টের একটি ম্যাচে এমন ব্যাক হিল গোল করে নেট পাড়ায় হিরো হয়ে গেছে আনশিদ।
ছোট্ট আনশিদের কোচ ইমদাদ এই গোলের ভিডিও করে প্রথমে নিজের সোশ্যাল মিডিয়ায় দেন। সেখানে তিনি লেখেন, 'গোলকিপার বুঝতেই পারেনি গোলের দিকে ধেয়ে আসছে বল।'
আনশিদের ইচ্ছে ভবিষ্যতে দেশের জার্সি গায়ে মাঠে নামার। কম কথা বলা এই ছোট্ট ছেলেটিকে নিয়ে যখন সকলে মাতামাতি করছে, তখন সে একটু লাজুক গলাতেই বলছে, 'খেলায় আরও উন্নতি করতে হবে আমাকে।' ফুটবল বিশেষজ্ঞদের কথায়, শুধু আনশিদ নয়, ভারতের গ্রামেগঞ্জে যে এমন কত প্রতিভা ছড়িয়ে আছে তা বলার অপেক্ষা রাখে না। কখনও তারা প্রচারে আসে, কখনও আবার হারিয়ে যায়।
রিচার লড়াই চলছেই, বিশ্বজয়ী হয়েও দ্বিমুকুটের স্বপ্নে দিদিদের সংসারে ঋদ্ধিমানের প্রতিবেশী