শেষ আপডেট: 15th November 2023 10:01
দ্য ওয়াল ব্যুরো: এবারের বিশ্বকাপ টিম ইন্ডিয়ার কাছে আক্ষরিক অর্থেই 'স্পেশ্যাল'। ব্যাটাররা তো বটেই, বোলাররাও বাইশ গজে আগুন ঝরাচ্ছেন। ভারতীয় পেসাররা তো স্বপ্নের ফর্মে। তবে কম যাচ্ছেন না স্পিনাররাও। জাদেজা, কুলদীপ কবজির মোচড়ে রীতিমতো ম্যাজিক দেখাচ্ছেন। তাঁরা কি বুধবার সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে ত্রাস হতে পারবেন? এমনটা মনে করছেন না দেশের প্রাক্তন তারকা ক্রিকেটার সুনীল গাভাস্কার। তাঁর মতে, কুলদীপ যত ভালই বোলিং করুন না কেন, সেমিতে কেন উইলিয়ামসনকে বেকায়দায় ফেলা চাপের।
এবারের বিশ্বকাপে মাত্র তিন ম্যাচ খেলে ১৮৭ রান করে ফেলেছেন কেন। গড় প্রায় ৯৩.৫০। যা ওয়ানডে ক্রিকেটে বেশ ভালই। সেই প্রসঙ্গে সানি বলছেন, ”কেনের পা বেশ ভাল নড়াচড়া করে। পিচে বল পড়ে ঘুরছে দেখলেই ও এগিয়ে গিয়ে ব্যাটিং করে। বল ঘোরার সুযোগটুকু দেয় না। তাই কুলদীপ যতই ভাল বল করুক না কেন, সেমিতে ওঁকে খেলতে উইলিয়ামসনের বিশেষ সমস্যা হবে বলে মনে হয় না।" একইসঙ্গে সুনীল এও বলেছেন, "কেন উইলিয়ামসন একজন গ্রেট প্লেয়ার। ও জানে, সেমিফাইনালে ম্যাচের রাশ কীভাবে নিজেদের দখলে রাখতে হবে।"
উল্লেখ্য, রাউন্ড রবিন পর্বে ভারতীয় দলের প্রত্যেকটি খেলোয়াড় নিজেদের খেলায় ছাপ রেখেছেন। ব্যাটার থেকে শুরু করে বোলাররা, সবাই অনবদ্য খেলছেন। ফলত একটা টিম গেমের ছাপ দেখা যাচ্ছে রোহিতদের খেলায়। কিন্তু সেমিফাইনালে কী হবে, আপাতত সেদিকেই নজর সকলের। কারণ, ২০১৯-এর পর এবারও বিশ্বকাপ সেমিফাইনালে ভারত মুখোমুখি হচ্ছে নিউজিল্যান্ডের। গতবার অল্পের জন্য জয় হাতছাড়া হয়েছিল। গোটা টুর্নামেন্টে ভাল খেলেও সেমিতে হেরে দেশে ফিরেছিলেন ধোনি-কোহলিরা। এবার কোনওভাবেই সেই ঘটনার পুনরাবৃত্তি চাইছে না রোহিতের নতুন ভারত।