শেষ আপডেট: 4th January 2024 15:50
দ্য ওয়াল ব্যুরো: কুস্তির বিতর্ক থামছে না। দিনদিন এই বিতর্কের রং বদলে যাচ্ছে। বিজেপি সাংসদ তথা কুস্তি সংস্থার প্রাক্তন সভাপতি ব্রিজভূষণ সিংয়ের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনেছিলেন দেশের তারকা কুস্তিগিররা। সেই নিয়ে দিল্লি পুলিশের কাছে ডায়েরিও করা হয়েছে। কিন্তু কেন্দ্র সরকার এই বিষয়ে নিস্ক্রিয় ভূমিকা পালন করছে, সেই দাবি জানিয়ে বজরং পুনিয়ারা বিদ্রোহের পথ বেছে নিয়েছেন।
বজরং, ভিনেশ ফোগতরা পদ্মশ্রী সম্মান ফিরিয়ে দিয়েছেন। সাক্ষী মালিক অবসরই নিয়ে ফেলেছেন। ক্রোয়েশিয়ার রাজধানী জাগ্রেবে আন্তর্জাতিক কুস্তির আসর থেকে নাম তুলে নিয়েছেন বজরংসহ ছয় তারকা।
কেন্দ্র ক্রীড়া মন্ত্রক নবনির্বাচিত কুস্তি সংস্থার কমিটিকে বাতিল করে আইওএ (ভারতীয় অলিম্পিক্স সংস্থা)কে দায়িত্ব দিয়েছে কুস্তি সাংগঠনিক ব্যবস্থা পরিচালনা করার জন্য। কিন্তু ব্রিজভূষণ নিয়ে কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। তিনি এখনও রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিচ্ছেন।
এর মধ্যেই দিল্লির রাস্তায় বজরং, সাক্ষীদের বিরুদ্ধে কুস্তির বাকি খেলোয়াড়রা মিছিল করেছেন। প্রকাশ্যে তাঁদের বিরুদ্ধে স্লোগান দেওয়া হয়েছে। এই ঘটনায় অনেকেই ব্রিজভূষণের হাত দেখছেন। এমনকী ব্রিজভূষণ ঘনিষ্ঠ সঞ্জয় সিংয়েরও এই বিষয়ে প্রভাব দেখছেন। তাঁরাই যে ক্ষমতার লোভ দেখিয়ে কিছু কুস্তি তারকাদের সংঘটিত করছেন, মনে করছেন বজরংরাই। যদিও দেশের জুনিয়র কুস্তিগিরদের দাবি, বজরং, সাক্ষীরা নিজেদের স্বার্থের কথা ভেবে আন্দোলনের নামে নাটক করছেন। তাঁরা দেশের বাকি কুস্তিগিরদের কথা ভাবছেনই না।
এর মধ্যে আবার সাক্ষী মালিকের পরিবারকে ফোন করে খুনের হুমকি দেওয়া হচ্ছে। এই ঘটনায় সাক্ষী রীতিমতো তোপ দেগেছেন ব্রিজভূষণকে। তিনি জানিয়ে দিয়েছেন, ‘‘ব্রিজভূষণের নিজস্ব আইটি সেল রয়েছে। সেখান থেকেই অপপ্রচার চালানো হচ্ছে। সোশাল মিডিয়াকে ব্যবহার করে এই সব করা হচ্ছে। প্রথম থেকেই আমাদের আন্দোলন চলাকালীন অনেক নেতিবাচক মন্তব্য করেছেন ব্রিজভূষণ। গত ৩দিন ধরে ব্রিজভূষণের গুন্ডারা আমাদের পরিবারকে ভয় দেখাচ্ছে। ফোনে হুমকি দেওয়া হচ্ছে মাকে। প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। লোকে আমার বাড়িতে ফোন করে ভয় দেখাচ্ছে। আমাদের বিরুদ্ধে মামলা করে ফাঁসিয়ে দেওয়ার কথাও বলা হয়েছে।’’
বজরং, সাক্ষীরা চান কেন্দ্র সরকার খুব দ্রুত ব্রিজভূষণের বিরুদ্ধে তদন্ত কাজ শেষ করে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিক। ওই জুনিয়র কুস্তিগিররা এও বলছেন, যতদিন না যৌন হেনস্থা হওয়া দেশের কুস্তিগিররা সুবিচার পাচ্ছেন, ততদিন এই লড়াই চলবে।