শেষ আপডেট: 20th January 2025 17:48
দ্য ওয়াল ব্যুরো : এবারের আইএসএল টুর্নামেন্টে চেন্নাইয়ন এফসির পারফরম্যান্স একেবারে নজর কাড়তে পারেনি। বিশেষ করে দলের ডিফেন্স নিয়ে একাধিক প্রশ্ন উঠেছে। এই পরিস্থিতিতে আগামী মঙ্গলবার (২১ জানুয়ারি) ঘরের মাঠে তারা মোহনবাগান সুপার জায়ান্টের বিরুদ্ধে খেলতে নামছে। কিন্তু, তা সত্ত্বেও বিপক্ষ দলকে একেবারে হালকাভাবে নিতে চাইছেন না বাগানের হেড স্যার হোসে মলিনা। বিশেষ করে যে দলে প্রীতম কোটালের মতো ফুটবলার রয়েছেন, তাদের নিয়ে কখনই হেলাফেলা করা উচিত নয়।
হোসে মলিনা বললেন, 'প্রীতম তো ATK-র ফুটবলার ছিল। ও কতটা ভাল ফুটবল খেলে, সেটা আমি জানি। এক্ষেত্রে আমি আলাদা করে মোহনবাগানের কোনও ফুটবলারের কথা উল্লেখ করব না। তবে ও যদি আমাদের বিরুদ্ধে ভাল পারফরম্যান্স করতে পারে, তাহলে একদমই অবাক হব না। প্রীতমের পারফরম্যান্সে আমি ব্যক্তিগতভাবে খুব খুশি। তবে আমি কখনই চাইব না যে আমাদের বিরুদ্ধে ও ভাল খেলুক। যদি ভাল খেলেও, সেক্ষেত্রে যেন ম্যাচটা জিততে না পারে।' কথাগুলো মলিনা নেহাতই মজার ছলে বললেন।
এরপর খানিকটা সিরিয়াস হয়ে মলিনা বললেন, 'গত ম্যাচে চেন্নাইন আমাদের কড়া চ্যালেঞ্জের মুখে ফেলেছিল। ম্যাচের একেবারে শেষ বেলায় জেসন কামিন্স গোল না করলে ম্যাচটা হারতেও পারতাম। ওদের বিরুদ্ধে খেলাটা সত্যিই খুব কঠিন। ওরা যথেষ্ট শক্তিশালী দল। হতে পারে যে অনেকগুলো গোল ওরা খেয়েছে, বর্তমানে যথেষ্ট কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে এগোচ্ছে। কিন্তু, তাও বলব যে এই ম্যাচটা আমাদের জন্য একেবারেই সহজ হবে না।'
শেষকালে হোসে মলিনা বললেন, 'এই ম্যাচটা জেতার জন্য আমাদের যথেষ্ট লড়াই করতে হবে। ওদের হারানোর জন্য ভাল পারফরম্যান্স করতে হবে। এই দলটার (মোহনবাগান) উপর আমার যথেষ্ট আস্থা রয়েছে। আশা করছি, আমরা তিন পয়েন্ট অর্জন করতে পারব।'