শেষ আপডেট: 28th June 2024 09:24
দ্য ওয়াল ব্যুরো: ভারতের কাছে ৬৮ রানে সেমিফাইনাল হেরে টি-২০ বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে ইংল্যান্ড। বাটলার, স্যাম কুরানদের কাছে এই হার লজ্জার। ১৭২ রান তাড়া করতে নেমে মাত্র ১০৩ রানেই শেষ হয় ইংরেজদের ইনিংস। ম্যাচে ঠিক কোথায় ভুল হল এখন সেই নিয়ে অঙ্ক কষছেন ইংল্যান্ডের ক্রিকেটাররা। তবে আসল ভুলটা জস বাটলার বুঝতে পেরেছেন।
টস জিতে প্রথম বল করার সিদ্ধান্ত নিয়েছিলেন ইংল্যান্ড দলের অধিনায়ক। তিনি বলেছিলেন, এই পিচে বল নিচু হবে, তাই তারা আগে বোলিং করবেন। উল্টোদিক ভারত অধিনায়ক রোহিত শর্মার স্পষ্ট কথা ছিল, টস জিতলে তিনি ব্যাটিংই করতেন। পরের দিকে বল নিচু হলে ব্যাটারদের সমস্যা হতে পারে। আর তাঁদের কাছে যে স্পিনাররা আছে তারাই ম্যাচের রঙ বদলাতে পারেন। শেষমেশ হলও তাই।
পরে ব্যাট করে কুলদীপ, অক্ষরদের বোলিং দাপটেই আটকে গেল ইংল্যান্ড। সব আশা যখন শেষ তখন বাটলার উপলব্ধি করলেন যে কোথায় ভুল হল। ম্যাচ শেষে তিনি বললেন, নিজেদের বোলিংয়ের সময় একটি সিদ্ধান্ত ভুল হয়েছিল। ডানহাতি স্পিনার মঈনকেও কাজে লাগাতে পারতেন, এমনই মনে করছেন বাটলার। কারণ ম্যাচের পরিসংখ্যান বলছে, পেসারদের থেকে স্পিনাররা অনেক বেশি কার্যকরী ভূমিকা পালন করেছে এই ম্যাচে।
টসে জিতে বোলিং নেওয়াটা ভুল সিদ্ধান্ত হয়েছে, এমন মানতে নারাজ বাটলার। তাঁর বক্তব্য, টস খুব বড় ফ্যাক্টর নয়। তবে ভারতের স্পিনাররা ম্যাচের রঙ সত্যিই বদলে দিয়েছে। নিজের দলের স্পিনারদের প্রশংসা করে তিনি বলেন, ''রশিদ ও লিভিংস্টোনও খুব ভালো বোলিং করেছে। তবে আমার উচিত ছিল মঈনকেও বোলিং করানো। এই পিচে স্পিন যেভাবে সাফল্য দিয়েছে তাতে মঈন বল করলে আমরা আরও সুবিধা পেতে পারতাম।''
বৃষ্টিবিঘ্নিত ম্যাচে শুরু থেকেই চাপা টেনশন ছিল। আদৌ ম্যাচ সম্পূর্ণ হবে তো! একাধিকবার ম্যাচ বন্ধ রাখতে হয়েছিল বৃষ্টির জন্য। কিন্তু শেষমেশ ম্যাচ হল এবং ভারত হেসেখেলে জিতল। ১০ বছর পর টি-২০ বিশ্বকাপের ফাইনালে ওঠা ছাড়াও পরপর তিনটি আইসিসি টুর্নামেন্ট ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ, ৫০ ওভারের বিশ্বকাপ এবং টি-২০ বিশ্বকাপের ফাইনালে ওঠার নজিরও গড়ে ফেললেন রোহিতরা।