শেষ আপডেট: 28th January 2025 16:49
দ্য ওয়াল ব্যুরো : ভারত এবং ইংল্যান্ডের মধ্যে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ আয়োজন করা হয়েছে। এই সিরিজের তৃতীয় ম্যাচটি রাজকোটের নিরঞ্জন শাহ স্টেডিয়ামে আয়োজন করা হবে। এই সিরিজে টিম ইন্ডিয়া আপাতত ২-০ ব্যবধানে এগিয়ে রয়েছে। আর সেকারণে ইংল্যান্ডের কাছে তৃতীয় ম্যাচটা কার্যত 'নাও অর নেভার' চ্যালেঞ্জ। আগামী তিনটে ম্যাচের মধ্যে ইংল্যান্ড যদি একটাতেও হেরে যায়, তাহলে এই সিরিজ তাদের হাতছাড়া করতে হবে। তবে মঙ্গলবার আয়োজি তৃতীয় টি-২০ ম্যাচে ইংল্যান্ড ক্রিকেট দলের অধিনায়ক জস বাটলার এক অনন্য রেকর্ডের সামনে দাঁড়িয়ে রয়েছেন।
এই ম্যাচে বাটলার যদি আর ১৮ রান করতে পারেন, তাহলে ভারতের মাটিতে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে কোনও বিদেশি ব্যাটার হিসেবে তিনি সর্বাধিক রান করতে পারবেন। আপাতত এই রেকর্ডটি আফগানিস্তানের ক্রিকেটার মহম্মদ নবীর কাছে রয়েছে। তিনি ২৫ টি-২০ ম্যাচে ২৫.২৭ ব্যাটিং গড়ে এবং ১৬৪ .৪৯ স্ট্রাইক রেটে মোট ৫৫৬ রান করেছেন। তাঁর ব্যাট থেকে সর্বাধিক ৮৯ রান বেরিয়ে এসেছে।
অন্যদিকে, ভারতের মাটিতে বাটলার এখনও পর্যন্ত ১৯ আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলেছেন। ইতিমধ্যে তিনি ৪৪.৯১ ব্যাটিং গড়ে এবং ১৫৩.৫৬ স্ট্রাইক রেটে মোট ৫৩৯ রান করেছেন। এরমধ্যে চারটে হাফসেঞ্চুরি রয়েছে। এরপর তালিকায় নাম রয়েছে অস্ট্রেলিয়ার অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েলের। ১৪ টি-২০ ম্যাচে তিনি মোট ৪৪৫ রান করেছেন। পাঁচ নম্বরে নাম রয়েছে আফগানিস্তানেরই আহমেদ শাহজাদের। তিনি ৪৩৫ রান করেছেন।
ভারতের বিরুদ্ধে চলতি সিরিজে দুর্দান্ত ফর্মে রয়েছেন জস বাটলার। গত ২ ম্যাচে তিনি ৫৬.৫০ ব্যাটিং গড়ে মোট ১১৩ রান করেছেন। কলকাতার ইডেন গার্ডেন্সে তিনি ৬৮ রান করেন। এরপর চেন্নাইয়ের এমএ চিদম্বরম স্টেডিয়ামে ৪৫ রানের একটি ঝোড়ো ইনিংস খেলেন ইংরেজ অধিনায়ক। কিন্তু, এই দুটো ম্যাচই ইংল্যান্ড জিততে পারেনি।
বেন ডাকেট, ফিল সল্ট (উইকেটকিপার), জস বাটলার (অধিনায়ক), হ্যারি ব্রুক, লিয়াম লিভিংস্টোন, জেমি স্মিথ, জেমি ওভারটন, ব্রাইডন কার্স, জোফ্রা আর্চার, আদিল রশিদ, মার্ক উড।