শেষ আপডেট: 10th March 2025 18:02
দ্য ওয়াল ব্যুরো: শুধুমাত্র ফিল্ডিংয়ের জোরেই যে দলে থাকা যায়, সেটা মুখে নয়, কাজে করিয়ে দেখিয়েছেন জন্টি রোডস। তাও তারকাসমৃদ্ধ দক্ষিণ আফ্রিকা দলে। আন্তর্জাতিক ক্রিকেটে ফিল্ডিংকে নতুন জায়গায় নিয়ে গিয়েছেন তিনি। যেমন দ্রুত গতি, তেমনই ঝটতি রিফ্লেক্স। বলের বাঁক বুঝবার দক্ষতাও অতুলনীয়। সব মিলিয়ে ক্রিকেটে ফিল্ডিংয়ের নয়া সংজ্ঞা লিখেছেন দক্ষিণ আফ্রিকার তারকা।
স্রেফ ক্যাচ ধরা নয়। রান আউট, বল তাড়া করে বাউন্ডারি বাঁচানো—সবেতেই অ্যাথলেটিক-দক্ষতার চিহ্ন ছড়িয়ে গেছেন জন্টি। ধীরে ধীরে নিজেই হয়ে উঠেছেন ফিল্ডিংয়ের বেঞ্চমার্ক।
যদিও এবার জন্টির একাধিপত্যে থাবা বসাতে উদয় হয়েছে নয়া তারকার। অন্তত অনুরাগীদের একটা অংশ তো তাই বলছে। নাম গ্লেন ফিলিপস। নিউজিল্যান্ড দলের বিশ্বস্ত সৈনিক। মূলত পয়েন্টে দাঁড়িয়ে ফিল্ডিং করেন। দীর্ঘদিন ধরেই ক্যাচ ধরে, রান আউট করে সংবাদ শিরোনামে এসেছেন। এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিশ্চিত বাউন্ডারি বাঁচিয়ে, ক্যাচ ধরে নতুন করে চর্চায় এসেছেন। বিরাট কোহলি থেকে শুভমান গিল—ফিলিপসের বিশ্বমানের ক্যাচের জেরে ড্রেসিংরুমে ফিরেছেন অনেকে।
অনুরাগীদের স্বীকৃতি তো ছিলই। এবার ফিলিপসের শ্রেষ্ঠত্বকে কুর্নিশ জানালেন খোদ জন্টি রোডস। নিজের এক্স হ্যান্ডেলে একজন পোস্ট করেন: ‘দুঃখিত জন্টি, আমরা মনে করি ফিলিপস এই প্রজন্মের সেরা ফিল্ডার।‘
Don’t be sorry, I agree https://t.co/blN2eYm690
— Jonty Rhodes (@JontyRhodes8) March 10, 2025
এর পাল্টা জবাবে জন্টি বিরোধিতা না করে সমর্থন জানিয়ে লেখেন, ‘দুঃখ পেও না, আমি একমত।‘ দক্ষিণ আফ্রিকার তারকা ক্রিকেটারের এহেন সৌজন্য ও সততা দেখে সোশ্যাল মিডিয়া জন্টি-বন্দনায় মুখর হয়ে ওঠে। একজন লিখেন: ‘একজন সেরাই আরেক সেরাকে চিনে নিতে পারেন।‘