শেষ আপডেট: 12th February 2025 20:01
দ্য ওয়াল ব্যুরো: অহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামটা আয়তনে নেহাতই ছোট নয়। প্রায় দেড় লাখ দর্শক একসঙ্গে খেলা দেখতে পারেন। এই জন সমাগমেও ঘুমিয়ে কাদা হয়ে গেলেন ইংল্য়ান্ড ক্রিকেট দলের পেস তারকা জোফ্রা আর্চার। সেই ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।
ঘটনাটি ২৪.৫ ওভারের। পাঁচ উইকেট হারিয়ে রীতিমতো ধুঁকছিল ইংরেজবাহিনী। তিন ম্যাচের একদিনের সিরিজে তারা ইতিমধ্যে ০-২ ব্যবধানে পিছিয়ে রয়েছে। এই ম্যাচেও যে তারা হারের দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছে, সেটা আর আলাদা করে বলার দরকার নেই। এমন সময় আচমকা ইংল্যান্ড ক্রিকেট দলের ডাগ আউটে টেলিভিশন ক্যামেরা প্যান করা হয়। তখনই দেখা যায় যে ভোঁস-ভোঁস করে আর্চার ঘুমোচ্ছেন। ভিডিওটি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হচ্ছে। এবং সেই ভিডিও নিয়ে হাসাহাসিও শুরু হয়ে গিয়েছে।
Jofra Archer having a nap mid-match ????
— Cricket on TNT Sports (@cricketontnt) February 12, 2025
???? Watch #INDvENG on @tntsports & @discoveryplusUK pic.twitter.com/441LLfLXWl
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, ইংল্যান্ড এই ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত গ্রহণ করেছিল। টিম ইন্ডিয়ার সহ অধিনায়ক শুভমান গিল ওপেন করতে নেমে শতরান হাঁকান। তাঁর ১১২ রানের ইনিংস ভারতের বড় রানের ভিত মজবুত করে। এর পাশাপাশি বিরাট কোহলি (৫২) এবং শ্রেয়স আইয়ারের (৭৮) হাফসেঞ্চুরি সেই ভিতেই ইট, বালি, সিমেন্ট যাবতীয় কিছু ঢেলে দেয়। ফলস্বরূপ টিম ইন্ডিয়া এক বল বাকি থাকতে অলআউট হয়ে গেলেও, ৩৫৬ রান স্কোরবোর্টে তুলে ফেলে।
এখনও পর্যন্ত ইংল্যান্ড পাঁচ উইকেট হারিয়ে ফেলেছে। সবথেকে বড় কথা দলের টপ অর্ডার ইতিমধ্যে প্যাভিলিয়নে ফিরে গিয়েছে। এই পরিস্থিতিতে কতক্ষণে সবরমতীর তীরে ব্রিটিশ সূর্য অস্তমিত হয়, সেটাই আপাতত দেখার।